জবির ছাত্রী হলে প্রবেশের সময় বাড়ানোর দাবি

বেগম ফজিলাতুন্নেসা মুজিব হল
বেগম ফজিলাতুন্নেসা মুজিব হল  © সংগৃহীত

জগ্ননাথ বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রবেশের সময় রাত ১০টা পর্যন্ত বৃদ্ধি করার জন্য দাবি জানিয়েছেন ছাত্রীরা। হল প্রভোস্ট বরাবর বাকি শিক্ষার্থীদের হয়ে দাবি জানিয়ে স্মারকলিপি দেন বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ছাত্রী মৈত্রী বাড়ে। এতে হলের অন্য ছাত্রীরা স্বাক্ষর করেন। 

স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি হলের অধিকাংশ ছাত্রীরা টিউশনি বা পার্ট টাইম জব করছেন। এক্ষেত্রে ক্লাস টাইমের পরে টিউশনি/ কাজের জায়গা থেকে রাত ৯টার মধ্যে হলে ফেরা সম্ভব হয় না। হলের অবস্থান পুরান ঢাকায় হওয়ার কারণে অতিরিক্ত জ্যামের সমস্যাও অন্যতম কারণ বলে জানান তারা। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের একমাত্র আবাসিক হলে বর্তমানে ১ হাজার ২০০ জন অবস্থান করছেন। এদের প্রায় অধিকাংশই টিউশনি ও পার্ট টাইম জব করে থাকেন।

রাত ৯টার মধ্যে হলে প্রবেশের নিয়ম থাকার কারণে প্রায়ই তাদেরকে হলের বাইরে অপেক্ষা করতে দেখা যায়। ছাত্রীরা জানান হলের দারোয়ানকে অনুরোধ করে প্রতিদিন হলে প্রবেশ করার ভোগান্তির কথা। তাই হল প্রভোস্টের কাছে তারা আবেদন জানিয়েছেন হলে প্রবেশের সময় রাত ১০টা পর্যন্ত বৃদ্ধি করার। 

আরও পড়ুন: জবিতে যার যত ক্ষমতা তিনি তত দেরী করে আসেন অফিসে

নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রী জানান, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায়ই সন্ধ্যার পর অনুষ্ঠান হয়ে থাকে। আমাদের ক্যাম্পাসে কনসার্ট কিংবা তেমন কোনো অনুষ্ঠান হয় না। তাই একঘেয়েমি কাটাতে আমরা ঢাবির টিএসসিতে ঘুরতে যাই। সেখান থেকে ফিরতেও প্রায় রাত ৯-১০টা বেজে যায়।’

এই প্রেক্ষিতে  হল প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগম বলেন, ‘হলে প্রবেশের সময়সীমা সিন্ডিকেটে পাস হয়েছে। এখন এটি পরিবর্তন করতে হলে সিন্ডিকেটে আবার তুলতে হবে। এরপর তা পাস হলে অনুমতি দেয়া হবে।’

তিনি আরও বলেন, ‘এখন রাত ৮টার পর প্রায় দোকানপাটসহ সবকিছুই বন্ধ হয়ে যায়। যার ফলে পুরান ঢাকার মতো এলাকায় রাতে মেয়েরা আসার সময় যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হয়, তাহলে এর দায়ভার কে নেবে? আমাদের দায়িত্ব তো হলের ভেতরে।’

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হলে রাতে প্রবেশের শেষ সময় রাত ১০টা। এ ছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের হলের গেট রাত ১০টায় বন্ধ করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও ছাত্রীরা রাত ১০টা পর্যন্ত হলে প্রবেশ করতে পারে। রাজশাহী বিশ্ববিদ্যালয়েও রাত ১০টার পূর্ব পর্যন্ত হলে ঢোকা যায়। এ ছাড়ােও কুমিল্লা বিশ্ববিদ্যালয়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব হলে রাতে প্রবেশের শেষ সময় রাত ১০টা। এদিকে ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত হলে প্রবেশের সীমাবদ্ধতা রয়েছে। সেদিক বিবেচনা করলে জবি ছাত্রীদের দাবি যৌক্তিক। 


সর্বশেষ সংবাদ