বেরোবির সেতুর সেঞ্চুরির ভিডিও ভাইরাল

ব্যাটিং করছেন সেতু
ব্যাটিং করছেন সেতু   © টিডিসি ফটো

সম্প্রতী ফেসবুকে এক নারীর ক্রিকেট খেলার ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় বাঙালী পোশাক পড়া সেই নারী মারকুটে ব্যাটিং করছেন। বোলার বল করছে আর তিনি সব সীমানার বাইরে পাঠাচ্ছেন। ভিডিওটি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) মার্কেটিং বিভাগের  অন্ত:বিভাগ ক্রীড়া প্রতিযোগিতার একটি ক্রিকেট ম্যাচের অংশ। 

খোঁঁজ নিয়ে যায়, সেই ম্যাচে ২৭ বলে ১৫ ছক্কা ও ৩ চার হাকিয়ে ১০২ রান করেন রেকর্ড গড়েন মার্কেটিং বিভাগের বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফারহানা আক্তার সেতু। ২৭ বলে কোনো সিঙ্গেল রান না নিয়ে অপারাজিত থেকে চ্যাম্পিয়ন হয় তার দল।  

এতে ধারাভাষ্যে করেন মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. জাহিদ হোসাইন। বিভাগের পাঁচটি সেশনের শিক্ষার্থীদের মধ্যে অন্ত:বিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সেতুর ঝড়ো ইনিংসে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হয় চতুর্থ বর্ষ। 
 
জানা যায়, শুধু ক্রিকেটেই নয় ভলিবল খেলায়ও চ্যাম্পিয়ন হয়েছেন সেতু। খেলাধুলার পাশাপাশি একাডেমিক ফলাফলেও রয়েছে তার অসাধারণ কৃতিত্ব। সর্বশেষ ৩.৭২ সিজিপিএ পেয়ে বিভাগে প্রথম হয়েছেন সেতু।


সর্বশেষ সংবাদ