নজরুল বিশ্ববিদ্যালয়ে অফিসের নতুন সময় নির্ধারণ, ছুটি অপরিবর্তীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

চলমান পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে অফিস ও ক্লাস-পরীক্ষা কার্যক্রম সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারণ করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার দুই দিনই থাকছে। 

পূর্বে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিস ও ক্লাস-পরীক্ষা কার্যক্রম থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী এক ঘণ্টা কমিয়ে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত করা হয়েছে। বুধবার (২৪ আগস্ট) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়।

আরও পড়ুন: ওয়েবমেট্রিক্সের র‍্যাংকিংয়ে ৭৭তম নজরুল বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জরুরি পরিসেবাসমূহ (নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, চলমান অবকাঠামো উন্নয়ন কাজ, পানি, বিদ্যুৎ, গ্যাস, ভর্তি কার্যক্রম, টেলিফোন, পরিচ্ছন্নতা কার্যক্রম, বাগান পরিচর্যা, পরিবহন দপ্তর ও ইন্টারনেট সেবা ইত্যাদি) নতুন সিদ্ধান্তের বাইরে থাকবে।

এদিকে, একাডেমিক ও প্রশাসনিক সময়সূচি পরিবর্তন হওয়ার সঙ্গে পরিবর্তন হয়েছে পরিবহনেও। নতুন সময়সীমার সঙ্গে মিল রেখে ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের গাড়ির শিডিউল প্রকাশ করেছে পরিবহন দপ্তর।


সর্বশেষ সংবাদ