সাবেক ছাত্রলীগ সভাপতি পলের স্মরণে ঢাকা কলেজে দোয়া মাহফিল

মিলাদ মাহফিল
মিলাদ মাহফিল  © টিডিসি ফটো

ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের (দক্ষিণ) যুব ও ক্রীড়া সম্পাদক সাইদুল ইসলাম খান পলের স্মরনে ঢাকা কলেজে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ৷ 

মঙ্গলবার (২৩ আগস্ট)  ঢাকা কলেজ জামে মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয় ৷ ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এই দোয়া মাহফিলের আয়োজন করেন ৷ 

অনুষ্ঠানে বক্তারা সাইদুল ইসলাম খান পলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে নানা আলোচনা করেন ৷ সাইদুল ইসলাম খান পল যখন ঢাকা কলেজ ছাত্রলীগের সভাপতি তখন সাধারন সম্পাদক ছিলেন কাজী তারেক কায়কোবাদ৷ ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক এই সাধারন সম্পাদক বলেন, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমানে আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ আবদুল আওয়াল শানীম বলেন, আমি আর সাইদুল ইসলাম খান পল একসাথে স্বৈরাচার বিরোধী আন্দোলনে যোগ দিয়েছিলাম ৷ আমাদের একসাথে অনেক স্মৃতি আছে ৷ দলের দুঃসময়ে তিনি ছাত্রলীগে নেতৃত্ব দিয়েছেন৷ সারাজীবন বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করে দলের জন্য কাজ করে গেছেন৷ 

আরও পড়ুন: ঢাকা কলেজের ৬ হলে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ বলেন,  আমি ঢাকা কলেজে যোগ দোয়ার পর অনেকের মুখে সাবেক এই ছাত্রনেতার কথা শুনেছি৷ যতদূর জেনেছি উনি বড় মনের একজন মানুষ ছিলেন ৷ নিজের মধ্যে সবসময় বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করতেন৷ 

এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এ.টি.এম মইনুল হোসেন,  ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি সৈয়দ কামরুল আহসান, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য গোলাম রাব্বানী চিনু, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ সাব্বির, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি শওকত হোসেন বাদল, ফুয়াদ হাসান পল্লব, সাবেক আহ্বায়ক শিহাবুজ্জামান শিহাব সহ  ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতারা।

উল্লেখ্য, সাইদুল ইসলাম খান পল ১৯৮৬-৯১ সাল পর্যন্ত ঢাকা কলেজ ছাত্রলীগের সভাপতি ছিলেন৷ গত বছরের ২৩ আগস্ট তিনি মৃত্যু বরণ করেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence