জাতীয় বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান

উপাচার্য ড. মশিউর রহমান
উপাচার্য ড. মশিউর রহমান  © টিডিসি ফটো

দেশব্যাপী জাতীয় বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে সম্মিলিতভাবে বন্যাদুর্গত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান। বুধবার (২২ জুন) রাজধানীর তেজগাঁও কলেজে কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টের (সিইডিপি) আওতায় ‘রিজিওনাল ওয়ার্কশপ অন ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট গ্রান্ট (আইডিজি) কলেজেস: প্রোগ্রেস অ্যাচিভমেন্ট অ্যান্ড রি-অ্যাসেসমেন্ট’ শীর্ষক ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে এসব নির্দেশ দেন। ওয়ার্কশপে ভার্চুয়ালি যুক্ত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

উপাচার্য ড. মশিউর রহমান বলেন, ‘সারাদেশের শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকরা যদি বন্যাদুর্গত এলাকার মানুষের পাশে দাঁড়ায়, ত্রাণ বিতরণসহ সার্বিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হন তাহলে ক্ষতিগ্রস্ত মানুষগুলো ভরসা পাবে।

শিক্ষকদের উদ্দেশে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, আমাদের শিক্ষায় একটা পরিবর্তন আসছে। আগে যে ধরনের শিখন এবং শেখানোর পদ্ধতি ছিল সেটা পুরোটা পাল্টে যাচ্ছে। কনটেন্টে বিশাল পরিবর্তন আসছে। জাতীয় বিশ্ববিদ্যালয় বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ দিচ্ছে তার অনেকগুলোতে আমি নিজেও যুক্ত ছিলাম, সেখানে মনে হয়েছে এটি খুবই কার্যকর। আসলে প্রশিক্ষণের কোনও বিকল্প নেই। এটি দীর্ঘমেয়াদী একটি প্রক্রিয়া। নতুন প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে হলে শিক্ষকদের সব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, উচ্চশিক্ষার সিংহভাগ শিক্ষার্থী এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অধ্যয়ন করছে। আমরা যদি নতুন নতুন অ্যাপ্রোচের মাধ্যমে এই অংশের মান উন্নয়ন করতে পারি, তাহলে এর প্রভাব পড়বে আমাদের বিশাল জনগোষ্ঠীর ওপর। সেজন্যই কলেজ শিক্ষার এই অংশের যত দ্রুত সম্ভব উন্নয়ন ঘটাতে হবে। যাতে শিগগির আমরা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারি।

ওয়ার্কশপে শিক্ষকরা বিভিন্ন দলে ভাগ হয়ে গ্রুপ প্রেজেন্টেশন প্রদান করেন। প্রেজেন্টেশনের মাধ্যমে শিক্ষকরা উচ্চ শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত মানের পাঠদানে কলেজগুলোর বিভিন্ন সমস্যা-সম্ভাবনা এবং চ্যালেঞ্জগুলো তুলে ধরেন।

সিইডিপির প্রজেক্ট ডাইরেক্টর (পিডি) মোহাম্মদ খালেদ রহিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন তেজগাঁও কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. হারুন-অর-রশিদ।


সর্বশেষ সংবাদ