খুবিতে ক্যাম্পাস সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সাংবাদিকতা বিষয়ক কর্মশালায় অতিথিদের সঙ্গে শিক্ষার্থীরা।
সাংবাদিকতা বিষয়ক কর্মশালায় অতিথিদের সঙ্গে শিক্ষার্থীরা।  © সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ক্যাম্পাস সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৫ মার্চ) সকাল সাড়ে ১০ টায় এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (খুবিসাস) উদ্যোগে অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

কর্মশালায় রিপোর্টিংয়ের মৌলিক বিষয় ও নৈতিকতা বিষয়ে আলোচনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. শরিফুল ইসলাম। ফিচার লিখন বিষয়ে আলোচনা করেন একই ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মামুন অর রশিদ।

আরও পড়ুন: গণপরিবহনে নারীরা সবচেয়ে বেশি যৌন হয়রানির শিকার

এছাড়া ক্যাম্পাস সাংবাদিকতা বিষয়ে আলোচনা করেন একই ডিসিপ্লিনের প্রভাষক মো. মাহদী-আল-মুহতাসিম নিবিড় এবং ব্রডকাস্ট রিপোর্টিং বিষয়ে আলোচনা করেন মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আবু হেনা মোস্তফা জামাল (পপলু)। এছাড়া আরও আলোচনা করেন প্রথম আলোর খুলনা প্রতিনিধি শেখ আল-এহসান।

সংগঠনটির সাধারণ সম্পাদক মীর হাসিবের সঞ্চালনায় এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক মো. শরীফ হাসান লিমন। কর্মশালায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি তেহসিন আশরাফ প্রত্যয়।

এছাড়া কর্মশালায় কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং কুইজ বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় কর্মশালায় খুবিসাসের সদস্যরা ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।


সর্বশেষ সংবাদ