রাবিতে আইন বিভাগের ফুটবল ফেস্টের ফাইনাল অনুষ্ঠিত
- রাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৪ মার্চ ২০২২, ০৩:১৭ PM , আপডেট: ০৪ মার্চ ২০২২, ০৩:৫২ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন ও ভূমি প্রশাসন বিভাগের আয়োজনে এলএলএ ফুটবল ফেস্ট-২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে এ ফাইনাল হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আইন ও ভূমি প্রশাসন বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক রাইসুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, বিশেষ অতিথি হিসেবে উপউপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, আইন অনুষদের ডিন অধ্যাপক এম এ হান্নান, আইন ও ভূমি প্রশাসন বিভাগের সাবেক সভাপতি ও সহযোগী অধ্যাপক জনাব শাহরিয়ার পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।
ফাইনালে টিম ম্যানস রিয়াকে পরাজিত করে টিম রেস জুডিকা বিজয়ী হয়।
ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ হিসেবে রাশেদ বসুনিয়া ও সেরা গোলকিপার হিসেবে তাসনিমুল আলম প্রিন্স পুরস্কার লাভ করেন। এছাড়া এই ফুটবল ফেস্টে সেরা খেলোয়াড় হিসেবে মনোনীত হয়েছেন মাশরুর সাকিব সিয়াম।
আরও পড়ুন: ত্রিশালে হেরোইনসহ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আটক
উল্লেখ্য, এ ফুটবল ফেস্টে টিম ম্যানস রিয়া, টিম রেস জুডিকা, টিম ন্যাচারাল জাস্টিস ও টিম এসটপেল এ চারটি দল অংশ গ্রহণ করে।