কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী রোববার (১২ ডিসেম্বর) থেকে আবেদন শুরু হয়ে চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) জাককানইবির রেজিস্ট্রার ড. মো. হুমায়ূন কবীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি শুক্রবার ১০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গুচ্ছ ভর্তি পরীক্ষায় নূন্যতম ৩০ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন। আর বিভিন্ন কোটার ক্ষেত্রে আবেদনের নম্বর ২৮। আবেদন ফি ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, এসএসসি ও এইচএসসিতে প্রাপ্ত জিপিএর জন্য ৩০ নম্বর নির্ধারণ করা হয়েছে। এসএসসিতে প্রাপ্ত জিপিএর ক্ষেত্রে ১২ এবং এইচএসসিতে প্রাপ্ত জিপিএর ক্ষেত্রে ১৮ নম্বর নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন


সর্বশেষ সংবাদ