২৮ নভেম্বর থেকে খুবিতে দেওয়া হবে করোনার টিকা

খুলনা বিশ্ববিদ্যালয়
খুলনা বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) আগামী ২৮ নভেম্বর থেকে করোনার টিকা দেওয়া কার্যক্রম শুরু হচ্ছে। ওই দিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মেডিকেল সেন্টারে এই কার্যক্রম চলবে বলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ের প্রশাসন শাখার এক অফিস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৮ নভেম্বর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহীদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরী চিকিৎসাকেন্দ্রে এ কার্যক্রম চলবে। বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের করোনার আস্ট্রাজেনেকার টিকা দেওয়া হবে। 

যেসব শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী টিকা গ্রহণ করেননি অথবা যারা রেজিস্ট্রেশন করেছেন, তারা গ্রহণ করতে পারবেন।  এ ছাড়া এখন পর্যন্ত যাঁরা প্রথম ডোজ আস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন কিন্তু দ্বিতীয় ডোজ সম্পন্ন করতে পারেননি, তাঁদের টিকা গ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়েছে। 


সর্বশেষ সংবাদ