আইআইইউসি কবে খুলবে জানা যাবে ২২ সেপ্টেম্বর

চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউসি)
চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউসি)  © টিডিসি ছবি

চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউসি) খোলার বিষয়ে আগামী ২২ তারিখ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি বৈঠক ডেকেছে। কবে থেকে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে সে বিষয়ে ওইদিন সিদ্ধান্ত নেওয়া হবে।

আজ সোমবার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার আমান উল্লাহ দ্যা ডেইলি ক্যাম্পাস কে বলেন, আগামী ২২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিভিন্ন বিভাগের চেয়ারম্যানদের নিয়ে মিটিং ডেকেছেন। সেখানেই সিদ্ধান্ত হবে কবে নাগাদ বিশ্ববিদ্যালয় খোলা হবে।

প্রসঙ্গত, করোনাভাইরাস মহামারির কারণে দীর্ঘ দেড় বছর ধরে বন্ধ রয়েছে দেশের সব ধরণের বিশ্ববিদ্যালয়। সম্প্রতি বিশ্ববিদ্যালয়গুলো খোলার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সঙ্গে উপাচার্যদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে সকল শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন নেওয়ার নিবন্ধন করার পর সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে যেকোনো দিন ক্যাম্পাস খুলে দিতে পারে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ