গেট বন্ধ করে পোগোজ স্কুলে বিয়ের অনুষ্ঠান করছেন জবি ট্রেজারার

ট্রেজারার অধ্যাপক কামাল উদ্দিনের আত্মীয়ের বিয়ের অনুষ্ঠান চলকালে বন্ধ করে রাখা হয়েছে স্কুলের গেট
ট্রেজারার অধ্যাপক কামাল উদ্দিনের আত্মীয়ের বিয়ের অনুষ্ঠান চলকালে বন্ধ করে রাখা হয়েছে স্কুলের গেট  © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অন্তর্ভুক্ত পোগজ স্কুল প্রাঙ্গণে আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক কামাল উদ্দিন আহমেদ। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, স্কুলটিতে এ ধরনের কোন অনুষ্ঠানের অনুমতি নেই।

বিয়ের অনুষ্ঠান ঘুরে দেখা গেছে, আজ মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) সকাল থেকে বিয়ের অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এদিন সকাল থেকে অনুষ্ঠানের রান্নার কাজ শুরু হয়। পরে রাতে খাওয়া-দাওয়ার আয়োজন অনুষ্ঠিত হবে। তবে স্কুলের গেট বন্ধ রেখেই পুরো অনুষ্ঠানের আনুষ্ঠানিতকা দেখা গেছে।

ট্রেজারার অধ্যাপক কামাল উদ্দিনের আত্মীয়ের বিয়ের পরিচালক হরেন নন্দী জানান, আমি পোগোজ স্কুলের কমিটিতে অভিভাবক হিসাবে আছি। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার স্কুলের গভার্নিং বডির সভাপতি ও প্রধান শিক্ষকের অনুমতি নিয়েই সব করা হচ্ছে।

বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীনকে একাধিকবার ফোন করার পরও তিনি ফোন রিসিভ করেননি।

জানতে চাইলে পোগোজ স্কুলের প্রধান শিক্ষক মো. মনির হোসেন বলেন, আসলে আমরা তো ভাড়া দেই না। আমাদের গভার্নিং বডির একজন সদস্যের ভাতিজার বিয়ে। আমাদের মাননীয় ট্রেজারার স্যারের অনুমতি নিয়ে সব করা হচ্ছে এবং ট্রেজারার স্যার নিজেও এ অনুষ্ঠানে আসবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.মোস্তফা কামাল দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমি এই বিষয় কিছুই জানিনা। এখন তো বিশ্ববিদ্যালয়ের ভেতরে কোন প্রকার অনুষ্ঠান হবার কোন নিয়ম নেই।


সর্বশেষ সংবাদ