সপরিবারে করোনা আক্রান্ত রাবি মেডিকেলের প্রধান চিকিৎসক

  © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসক ডা. তবিবুর রহমান সপরিবারে করোনা ভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে ডা. তবিবুর বলেন, করোনা উপসর্গ দেখা দিলে গতকাল (সোমবার) রাজশাহী মেডিকেল কলেজে পরীক্ষা করাই। সেখানে আমিসহ আমার স্ত্রী ও দুই মেয়ের করোনা ভাইরাস (কভিড-১৯) পজেটিভ আসে।

বর্তমানে চিকিৎসকের পরামর্শে রাজশাহীর চন্দ্রিমায় তার নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন ডা. তবিবুর রহমান। এখন শরীরে করোনার কোনো উপসর্গ নেই বলেও জানান তিনি।

এবিষয়ে রাবি ছাত্র উপদেষ্টা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ও প্রক্টর অধ্যাপক ড. লুুুুৎফর রহমান বলেন, ‘ডা. তবিবুর রহমান নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। বর্তমান অবস্থা ভালো। সিভিল সার্জনকে জানিয়েছি। তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।’


সর্বশেষ সংবাদ