শেকৃবিতে শুরু হলো আন্তসংগঠন ক্রিকেট টুর্নামেন্ট

  © টিডিসি ফটো

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) চতুর্থবারের মতো শুরু হয়েছে ‘বিজয় দিবস আন্তসংগঠন ক্রিকেট টুর্নামেন্ট ২০১৯-২০। শেকৃবি বন্ধুসভার আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের ১৬টি সংগঠন অংশগ্রহণ করেছে। শুক্রবার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে টুর্নামেন্টের খেলা শুরু হয়।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী সংগঠন গুলো হলো শেকৃবি সাংবাদিক সমিতি, প্রতিফলন, সেতুবন্ধন, শেকৃবি ল্যাঙ্গুয়েজ ক্লাব, শেকৃবি বন্ধুসভা, শেকৃবি ফটোগ্রাফিক সোসাইটি, কৃষি ক্লাব, এগ্রি রোভার্স, শেকৃবি ডিবেটিং সোসাইটি, কিষান থিয়েটার, , সাহিত্য সংসদ, সপ্তক, বাঁধন, ইয়েস গ্রুপ, শুভসংঘ, শেকৃবি ব্যাডমিন্টন ক্লাব।

2 (10)

প্রথম দিনের খেলার ফলাফল :
সপ্তক ৫ উইকেটের ব্যাবধানে হারায় এগ্রি রোভার্স কে
কৃষি ক্লাব ৬ উইকেটের ব্যাবধানে হারায় শেকৃবি বন্ধুসভাকে
শেকৃবি ফটোগ্রাফিক সোসাইটি ১৪ রানে হারায় কিষান থিয়েটার কে
শেকৃবি ব্যাডমিন্টন ক্লাব ৭ উইকেটের ব্যাবধানে হারায় শেকৃবি ইয়েস গ্রুপ কে
সেতুবন্ধন ৪ উইকেটের ব্যাবধানে হারায় শেকৃবি সাহিত্য সংসদ কে

উল্লেখ্য যে, ১৬ই ডিসেম্বর খেলার উদ্বোধন করেন শেকৃবি উপাচার্য প্রফেসর কামাল উদ্দিন আহাম্মদ। উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর মো. সেকেন্দার আলী, ট্রেজারার প্রফেসর মো. আনোয়ারুল হক বেগ, ছাত্র পরামর্শ প্রফেসর মো. মিজানুর রহমান, শরীরচর্চা বিভাগের পরিচালক প্রফেসর কামাল উদ্দিন আহমেদ।


সর্বশেষ সংবাদ