সরকারীকরণ হলো ফজিলাতুন্নেসা কলেজ, শিক্ষকদের সঙ্গে এমপির সাক্ষাৎ

  © টিডিসি ফটো

ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত শেখ ফজিলাতুন্নেসা মহিলা কলেজ সরকারীকরণের অনুমোদন পাওয়ায় কলেজের শিক্ষকরা সৌজন্য সাক্ষাত করেছেন ঢাকা ১৪ আসনের সাংসদ আসলামুল হকের সঙ্গে। আজ শুক্রবার (১৭ জানুয়ারি) আসলামুল হকের নিজ বাসায় কলেজটির শিক্ষকদের সঙ্গে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।

শেখ ফজিলাতুন্নেসা মহিলা কলেজ সরকারীকরণের অনুমোদন পাওয়ায় এবং কলেজের সার্বিক কাজে সাহায্য ও সহযোগিতা করায় সাংসদ আসলামুল হককে ধন্যবাদ ও ফুলেল শুভেচ্ছা জানান হয়। এসময় সাংসদ আসলামুল হক ভবিষ্যতেও কলেজের উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি সভাপতি মো. তৌহিদুল বাশার, অধ্যক্ষ মনজু মনোয়ারা, উপাধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি ঊর্মিলা খাতুন, সাজেদা কবির, মো. জিয়াউর রহমান।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, শামীনা আক্তার, নাজনীন সুলতানা, সেলিনা আখতার, এস. এম তোফাজ্জল হোসাইন, কেএম শাহজাহান রাজী, মো. মেহেরুজ্জামন ,কাজী মো. গিয়াস উদ্দিন, রোকেয়া খাতুন, শামসুন নাহার, আনজুমান আরা বেগম, আয়শা বেগম, মোসা. রোকেয়া সুলতানা, শামীমা বানু, শিরতাজ বেগম, মঞ্জুরা ইয়াসমিন, শাহানা পারভীন লাভলী, মো. শাহাদাত হোসেন, মো. ইব্রাহিম হোসেন, মো.আবদুল মান্নান প্রমুখ শিক্ষকবৃন্দ।


সর্বশেষ সংবাদ