রুম্পা হত্যার বিচার দাবি জাবি শিক্ষার্থীদের
- জাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৯, ০৫:০৩ PM , আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৯, ০৫:০৩ PM
স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রুবাইয়াত শারমিন রুম্পা হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষার্থীরা। মানববন্ধনে রুম্পা ধর্ষণ ও হত্যায় জড়িত সকলের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তারা।
শনিবার (০৭ ডিসেম্বর) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সড়কে এ মানববন্ধনের আয়োজন করে জাবি শাখা সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক শাকিল উজ জামান বলেন, ‘স্বাধীনতার ৪৮ বছর পরেও এদেশে নারীরা ধর্ষণের শিকার হচ্ছে প্রতিনিয়ত। কারণ এদেশে বিচার হীনতার অপসংস্কৃতি নিয়মে পরিণত হয়েছে। ফলে একের পর এক অপকর্ম ঘটেই চলেছে। এ কারণে তনু হত্যার বিচার, সাগর-রুনী হত্যার বিচার এখনো হয়নি। বর্তমানে এদেশে মানুষের জান মালের কোন নিরাপত্তা নেই।’
উল্লেখ্য, গত বুধবার মধ্যরাতে পুলিশ সিদ্ধেশ্বরীর ৬৮ নম্বর বাড়ির সামনের রাস্তা থেকে রুম্পার লাশ উদ্ধার করে। অজ্ঞাত হিসেবে লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়। সেখানে ময়নাতদন্ত শেষে লাশটি আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে দেওয়ার মুহূর্তে রুম্পার পরিবার খবর পায়। পরে সেখানে গিয়ে আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছ থেকে লাশটি এনে ময়মনসিংহে গ্রামের বাড়িতে দাফন করে।