জাবিতে সাংবাদিক মারধরের ঘটনায় কুবিসাস’র নিন্দা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক মারধরের ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি-কুবিসাস। বুধবার (৬ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক তানভীর সাবিক।

সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের অপসারণের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীরা আন্দোলন করে আসছিল। মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলনকারীরা অবস্থান করলে শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা এতে হামলা চালায়। এসময় সংবাদ সংগ্রহকালে হামলার শিকার হন প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাইদুল মিঠুন, বার্তা২৪.কম এর প্রতিনিধি রুদ্র আজাদ, বাংলালাইভ২৪.কম এর প্রতিনিধি আরিফুজ্জামান উজ্জ্বল ও বার্তাবাজারের প্রতিনিধি ইমরান হোসাইন হিমু।

বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন এবং হুমকি এদেশে নতুন কিছু নয়। পেশাদারিত্ব এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সংবাদ সংগ্রহ করতে গেলেই বরাবরের মতোই স্বার্থান্বেষী মহলের রোষানলে পড়তে হচ্ছে সাংবাদিকদের। সাংবাদিকদের উপর এ ধরনের ন্যাক্কারজনক হামলা সাংবাদিকতা তথা গণমাধ্যমের স্বাধীনতার উপর নগ্ন আঘাত। পূর্বেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য কর্তৃক প্রকাশ্যে সাংবাদিকদের হুমকি দেয়ার ঘটনা ঘটেছে। বিচারহীনতার সংস্কৃতিই এসব ঘটনার পুনরাবৃত্তি ঘটাচ্ছে। তাই অবিলম্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দায়িত্বরত অবস্থায় সাংবাদিকদের উপর ছাত্রলীগের হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। যাতে ভবিষ্যতে আর কেউ এ ধরনের জঘন্য কাজ করতে সাহস না করে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence