বেরোবি শিক্ষার্থীদের মডার্ন মোড় অবরোধ, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

মডার্ন মোড়ে শিক্ষার্থীদের অবস্থান
মডার্ন মোড়ে শিক্ষার্থীদের অবস্থান  © টিডিসি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ও উত্তরবঙ্গের প্রতি দীর্ঘদিনের বাজেট বৈষম্য নিরসনের দাবিতে ‘উত্তরবঙ্গের প্রবেশদ্বার’ হিসেবে পরিচিত মডার্ন মোড় অবরোধ কর্মসূচি পালন করেছেন বেরোবির সাধারণ শিক্ষার্থীরা। এ সময় উত্তরবঙ্গের বৈষম্য বন্ধে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন তারা।

সোমবার (২৮ জুলাই) বেলা সাড়ে; ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মডার্ন মোড়ে এসে শিক্ষার্থীরা অবস্থান নেন। কর্মসূচি থেকে তারা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে দুই দফা দাবি তুলে ধরেন। দাবি আদায় না হলে উত্তরবঙ্গ অবরোধ ও সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণা দেন আন্দোলনকারীরা। একই সঙ্গে ঘোষণা করা হয়, দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন চলবে।

এ সময় আগামীকাল রংপুর বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ জনগণ আবু সাঈদ চত্বরে একত্র হয়ে বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করবেন বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

অবরোধ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন ‘রক্ত লাগলে রক্ত নে, রংপুরে বাজেট দে’; ‘লাশ লাগলে লাশ নে, রংপুরে বাজেট দে’; ‘ঢাবির সিন্ডিকেট ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’; ‘ইন্টারিমের দালালরা, হুঁশিয়ার সাবধান’; ‘আবু সাঈদের বিশ্ববিদ্যালয়, বৈষম্যের ঠাঁই নাই’; ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’; ‘ভিক্ষা লাগলে ভিক্ষা নে, রংপুরে বাজেট দে’; ‘বাজেট বৈষম্য মানি না, রংপুর বঞ্চিত থাকবে না’; ‘সব শালারা বাটপাড়, রক্ত দেয়ার সময় উত্তরবঙ্গ দরকার?’; ‘রংপুরের বেলায় অবিচার, বাজেট কি তোর বাপ-দাদার?’; ‘১ ২ ৩ ৪ – যুদ্ধ হবে আরেকবার!’

শিক্ষার্থীদের দুই দফা দাবি হলো উত্তরবঙ্গের বাজেট বৈষম্য নিরসনে ও শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোগত সার্বিক উন্নয়ন নিশ্চিতে আঞ্চলিক স্বতন্ত্র কমিশন গঠন করতে হবে ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করতে হবে।

এ সময় আন্দোলনকারী শিক্ষার্থী শিবলি সাদিক বলেন, ‘জুলাই-পরবর্তী বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না—এমন স্বপ্ন দেখেছিলাম। কিন্তু বাস্তবে আমরা দেখছি, অন্তর্বর্তীকালীন সরকার রংপুর এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতি বাজেট বৈষম্য করছে। এই বিশ্ববিদ্যালয়ে ক্লাসরুম ও আবাসন সংকট দীর্ঘদিনের, অথচ এসব উন্নয়নে কোনো বরাদ্দ নেই। আজকের আন্দোলনের মাধ্যমে আমরা এই বৈষম্য দূর করার দাবি জানাই।’

আরেক শিক্ষার্থী জাহিদ হাসান জয় বলেন, ‘বছরের পর বছর ধরে রংপুর এবং বেরোবিকে বাজেট বৈষম্যের শিকার করা হচ্ছে। আমরা ভেবেছিলাম ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের পর এই পরিস্থিতির উন্নয়ন হবে। কিন্তু বাস্তবে তা হয়নি। তাই আমরা আবারো রাজপথে নেমেছি।’ৎ

উল্লেখ্য, ২৭ জুলাই, ২০২৫ (বাসস) : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) আজ ৮ হাজার ১৪৯ কোটি ৩৮ লাখ টাকা ব্যয় সম্বলিত ১২টি প্রকল্প অনুমোদন করেছে। যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকতরো উন্নয়নের জন্য ২৮৪০ কোটি টাকা বাজেট অনুমোদন করা হয় । কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জন্য  কোন বাজেট অনুমোদন করা হয়নি। উত্তর বঙ্গের জন্য বাজেট বরাদ্দ শুন্য।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!