রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকরি মেলা শুরু

জব ফেয়ার উদ্বোধনের সময় উপস্থিত সকলে
জব ফেয়ার উদ্বোধনের সময় উপস্থিত সকলে  © টিডিসি ফটো

ক্যারিয়ার ভিত্তিক সংগঠন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে ৬ষ্ঠ বারের মত দুই দিনব্যাপী ‘আরইউসিসি চাকরি মেলা’ শুরু হয়েছে। বুধবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় শেখ রাসেল স্কুল মাঠে মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা। মেলায় অংশ নিয়েছে ঢাকা ও রাজশাহীর বিশটি কোম্পানি। এতে মিডিয়া পার্টনার রয়েছেন যমুনা টেলিভিশন, বহুল প্রচারিত দৈনিক যুগান্তর ও ডেইলি স্টার পত্রিকা।

অনুষ্ঠানে ক্যারিয়ার ক্লাবের সভাপতি শেখ আরিফুজ্জামান লিপুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. লায়লা আরজুমান বানু, উপদেষ্টা মন্ডলীর সদস্য ও হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের প্রফেসর ড. রুকসানা বেগম, মার্কেটিং বিভাগের অধ্যাপক শাহ আজম শান্তনু, পরিসংখ্যান বিভাগের শিক্ষক মুনিমুল হক প্রমুখ। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক কামরুল হাসান জনি।

এদিন মেলার উদ্বোধনের পর থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত চাকরি প্রার্থীদের পছন্দনীয় কোম্পানিতে সিভি জমা নেওয়া হয়। সিভি গ্রহণ শেষে মেলার দ্বিতীয় দিন আজ জমাকৃত সিভি থেকে নির্বাচিত চাকরি প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেবেন বিভিন্ন কোম্পানির কর্মকর্তারা। সেখানে অংশ নিচ্ছেন ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড, বিকাশ লিমিটেড, গ্রামীণফোন লিমিটেড, প্রাণ-আরএফল গ্রুপ কোম্পানি। এছাড়াও জব ফেয়ারে গোল্ড স্পন্সর হিসেবে আছে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড। ব্রোঞ্জ স্পন্সর হিসেবে সিটি ব্রোকারেজ লিমিটেড।

এদিন জব ফেয়ারের পাশাপাশি ডিজিটাল মার্কেটিং, চাকুরী প্রার্থীদের ভাল প্রতিযোগী হওয়ার কৌশল, সাক্ষাৎকার সম্পর্কিত ও দিক-নির্দেশনামেূলক সাতটি সেমিনার বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলাম মিলনায়তন ও শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র শিক্ষক (টিএসসিসি) আয়োজন করে সংগঠনটি।

মেলার দ্বিতীয় দিন বৃহস্পতিবার বিকেল ৫টায় শেখ রাসেল মাঠে ষষ্ঠ ‘আরইউসিসি জব ফেয়ার-১৯’ এর পর্দা নামবে। এদিন ক্যারিয়ার ক্লাবের সফল আয়োজকদের এবং চাকরি প্রাপ্তদেরকে সংবর্ধনা দেওয়া হবে বলে জানা যায়।

প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব সম্পূর্ণ অরাজনৈতিক ক্যারিয়ার সংশ্লিষ্ট ছাত্রদের নিয়ে ২০১৩ সালে যাত্রা শুরু হয়। এর পর থেকেই প্রতিবছর জব ফেয়ারের আয়োজন করে থাকে সংগঠনটি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence