সরকারি বাঙলা কলেজে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা

বাঙলা কলেজে বিজ্ঞান মেলা
বাঙলা কলেজে বিজ্ঞান মেলা  © টিডিসি রিপোর্ট

সরকারি বাঙলা কলেজে ৭ ও ৮ মে অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় আন্তঃবিভাগ বিজ্ঞান মেলা, যার প্রতিপাদ্য ছিল—“উদ্ভাবনে উন্নয়ন, বিজ্ঞানে আগামীর পথ”। এই আয়োজনে শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর উদ্ভাবন, গবেষণামূলক চিন্তাধারা এবং সৃজনশীলতা তুলে ধরার সুযোগ তৈরি হয়। মেলার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক কামরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বিজ্ঞান ক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য ও ক্লাবের বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ।

দুই দিনব্যাপী আয়োজনে কলেজের বিভিন্ন বিভাগ থেকে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রায় ৩০টি উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর প্রকল্প উপস্থাপন করেন। এর মধ্যে সেরা প্রকল্পগুলোর জন্য প্রদান করা হয় বিশেষ পুরস্কার।

প্রকল্প প্রদর্শনীতে পুরস্কারপ্রাপ্তরা:
প্রথম স্থান: প্রাণিবিদ্যা বিভাগের ‘Green Jeen’ (জাবের, বর্ষা, মানসুরা), দ্বিতীয় স্থান: অর্থনীতি বিভাগের ‘Three Sectors of Bangladesh Economy’ (প্রভা, চাঁদনি, আসমা), তৃতীয় স্থান: পদার্থবিজ্ঞান বিভাগের ‘Cross Watch / Auto Rail Crossing’ (রজিন, ফারহান, জিতু, শাহীন)

আইডিয়া শেয়ারিং বিভাগে:
প্রথম স্থান: ‘Breakers Bridge’ (সাহিদুল, আরিফা, রায়হান), দ্বিতীয় স্থান: ‘The Role of Ice’ (সায়মা, রোকন, মনি), তৃতীয় স্থান: ‘Evaluation of Money’ (মৌ, অহনা, সাবিহা)

এইচএসসি পর্যায়ে:
প্রথম স্থান: ‘ICAB Ship Safe’ (শিহাম ও মিরাজ)

পোস্টার প্রেজেন্টেশন:
স্নাতক পর্যায়: মুসতাফিজুর রহমান (৫৪.৯৯ স্কোর)

এইচএসসি পর্যায়: নাইম (৩৪.৪৬ স্কোর)

বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৫-এর বিভাগভিত্তিক বিজয়ীরা হলেন, পদার্থবিজ্ঞান: রবিউল (১ম), ইখতিয়ার উদ্দিন (২য়), শাহিন আলম (৩য়), রসায়ন: হাসাইন আহমেদ (১ম), আনাস উদ্দিন (২য়), আফ্রিদি (৩য়)
গণিত: সাইফুদ্দিন হিমেল (১ম), নয়ন চন্দ্র (২য়), মোজাহিদ হাসান (৩য়), উদ্ভিদবিজ্ঞান: কলি আক্তার রুমি (১ম), তাহমিনা আক্তার (২য়), শুভ্রা (৩য়), প্রাণিবিদ্যা: মেহেরান হোসেন (১ম), আব্দুল্লাহ আল জাবের (২য়), রাত্রি আক্তার (৩য়), মৃত্তিকা বিজ্ঞান: শান্তা (১ম), তিশা (২য়), অন্তরা আক্তার (৩য়), ভূগোল ও পরিবেশ: জাহিদ হাসান অপু (১ম), রেদওয়ান হাসান (২য়), সোহাগ হোসেন (৩য়)

শ্রেণিভিত্তিক বিজ্ঞান অলিম্পিয়াড:
দ্বাদশ শ্রেণি: মুশফিক (১ম), অন্তরা (২য়), রোওনক (৩য়), একাদশ শ্রেণি: শিহাবুর রহমান (১ম), মল্লিক (২য়), মারজিয়া (৩য়)

দ্বিতীয় দিনের আয়োজন:
দ্বিতীয় দিনে ছিল বিজ্ঞান কুইজ, পোস্টার প্রদর্শনী এবং “জলবায়ু পরিবর্তন ও টেকসই বিজ্ঞান” বিষয়ক একটি সেমিনার। সবশেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

কলেজ অধ্যক্ষ অধ্যাপক কামরুল ইসলাম বলেন, “শিক্ষার্থীরা আজ শুধু পঠনপাঠনেই সীমাবদ্ধ নেই—তারা উদ্ভাবন, গবেষণা ও বিশ্লেষণে আগ্রহী হয়ে উঠেছে। এই বিজ্ঞান মেলা তাদের সেই চর্চাকে আরও প্রসারিত করেছে। আমরা চাই, এই আয়োজন প্রতিবছর নিয়মিত হোক, যাতে এখান থেকেই গড়ে ওঠে আগামীর বিজ্ঞানী ও গবেষক।”


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence