বরিশাল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল প্রভোস্টের পদত্যাগ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৭ মে ২০২৫, ০৪:১১ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:০৭ PM

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগের একদফা দাবিতে চলমান শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হলের প্রভোস্ট পদত্যাগ করেছেন।
বুধবার (৭ মে) সকালে ভিসির দপ্তরে শেরে-ই-বাংলা হলের প্রভোস্ট আব্দুল আলিম বশির তাঁর পদত্যাগপত্র জমা দেন। এর আগে, গত ২৯ এপ্রিল একই কারণ দেখিয়ে বিজয়-২৪ হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান পদত্যাগ করেন।
শেরে-ই-বাংলা হলের প্রভোস্ট আব্দুল আলিম বশির তাঁর পদত্যাগপত্রে লেখেন, “শ্রদ্ধার সঙ্গে জানাচ্ছি যে, আমি আজ ৭ মে থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শেরে-ই-বাংলা হলের প্রভোস্ট (ভারপ্রাপ্ত) পদ থেকে পদত্যাগ করছি। বিষয়টি সম্পূর্ণ ব্যক্তিগত। তাই, এ বিষয়ে প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ গ্রহণের জন্য আপনাকে অনুরোধ করছি।”
জানা গেছে, ববি উপাচার্যের সাক্ষরের অপেক্ষায় হলের গুরুত্বপূর্ণ কার্যক্রম আটকে আছে। গত বছরের ১৬ ডিসেম্বরের খাবারের বিলের অর্থ এখনও আটকে ছিল, যা মাত্র তিনদিন আগে—প্রায় চার মাস পর—উপাচার্য স্বাক্ষর করেছেন। এছাড়াও হলের আসন বরাদ্দ দীর্ঘদিন ধরে ঝুলে আছে।
এ বিষয়ে জানতে চাইলে সদ্য পদত্যাগ করা প্রভোস্ট আব্দুল আলিম বশির বলেন, “আমি ব্যক্তিগত কারণ দেখিয়ে আজকে ভিসির দপ্তরে পদত্যাগপত্র জমা দিয়েছি। তবে এর পেছনে অনেক কারণ আছে, যা আমি এখন বলতে চাই না।”
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি।