ইবিতে ‘লিডারশিপ অ্যান্ড পাবলিক স্পিকিং’ শীর্ষক কর্মশালা

  © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘লিডারশিপ অ্যান্ড পাবলিক স্পিকিং' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ক্যান্সার বিষয়ক সচেতনতামূলক স্বেচ্ছাসেবী সংগঠন ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম (ক্যাপ) কুষ্টিয়া জোনের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সোমবার (৫ মে) দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আইআইইআর ভবনের ১০১ নং কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। ক্যাপের সদস্যসহ বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। একজন শিক্ষার্থীর দক্ষতা ও নেতৃত্বগুণ বৃদ্ধিতে সহায়তার লক্ষ্যে এই আয়োজন করে সংগঠনটি। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের অনলাইন সার্টিফিকেট প্রদান করা হয়।

কর্মশালায় মেন্টর হিসেবে ছিলেন সমাজকর্মী ও জার্মান বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের বায়োটেকনোলজি বিভাগের লেকচারার সাব্বির আহমেদ। তিনি উপস্থিত সকলকে নিজেকে জানতে বিভিন্ন ধরনের টেস্ট নেন। যাতে প্রত্যেকেই তাদের সম্পর্কে ধারণা লাভ করতে পারে। নেতৃত্বদানের দক্ষতা অর্জনে সহায়তা করেন। সবার সামনে কথা বলতে পারার গুরুত্ব সম্পর্কে অবগত করা এবং নিজের বক্তৃতায় দক্ষতা বৃদ্ধির উপায় সম্পর্কেও জানানো হয়। সময় ব্যবস্থাপনা সহ দলগত কাজে একজন দলনেতার গুরুত্ব সম্পর্কেও ধারণা দেন।

কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ফাহিম আবরার বলেন, এই কর্মশালার মাধ্যমে আমি সময় ব্যবস্থাপনা, যোগাযোগ দক্ষতা এবং দলগত কাজে কার্যকর ভূমিকা পালনের বিভিন্ন কৌশল শিখেছি। প্রশিক্ষণ চলাকালীন আমাদের বিভিন্ন লিডারশিপ টেস্ট ও গেম-ভিত্তিক কার্যক্রমে যুক্ত করা হয়, যা শেখাকে আরও মজাদার করে তুলেছিল। এই ওয়ার্কশপটি আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং নতুন কিছু করার উদ্দীপনা দিয়েছে। এটি আমার পেশাগত ও ব্যক্তিগত জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে আশা রাখছি। 

ক্যাপের সভাপতি নুরুল ইসলাম বলেন, আমরা অত্যন্ত আনন্দিত যে আজ আমরা আয়োজন করতে পেরেছি লিডারশিপ ও পাবলিক স্পিকিং ওয়ার্কশপ, যা বর্তমান সময়ে অন্যতম প্রয়োজনীয় দুটি দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ওয়ার্কশপের মাধ্যমে আমরা চাই অংশগ্রহণকারীরা আত্মবিশ্বাসের সাথে নিজেদের প্রকাশ করতে শিখবে, ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকবে, এবং সমাজের জন্য ইতিবাচক পরিবর্তনে পথপ্রদর্শক হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence