উপাচার্যের পদত্যাগের দাবিতে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়
- ববি প্রতিনিধি
- প্রকাশ: ০৫ মে ২০২৫, ০৩:৪৯ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০২:৪৯ PM

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগের এক দফা দাবিতে উত্তাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আজ সোমবার (৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে অবস্থান কর্মসূচির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ আন্দোলনের সূচনা করেন শিক্ষার্থীরা।
অবস্থান কর্মসূচি শেষে শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ করে আবার ক্যাম্পাসে ফিরে আসেন এবং সেখানেই দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, এর আগে প্রশাসনের কাছে চার দফা দাবি পেশ করা হলেও তা মেনে নেওয়া হয়নি। এ কারণেই তারা উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে ঐক্যবদ্ধ হয়েছেন। যদিও উপাচার্য আলোচনার আশ্বাস দিয়েছিলেন। তবে নির্ধারিত সময়ে দাবি পূরণ না হওয়ায় শিক্ষার্থীরা আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী বিপ্লব বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষার্থীবান্ধব নয়। তিনি নিয়োগ পাওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের কাজে মনোযোগ না দিয়ে ফ্যাসিস্টদের পুনর্বাসনে ব্যস্ত। এ ছাড়া তার স্বেচ্ছাচারিতা ও অপেশাদার মনোভাবের কারনে আমাদের বোন জেবুন্নেসা হক জিমি ক্যানসারে আক্রান্ত হয়েও আর্থিক সহযোগিতা পাইনি এবং উপাচার্য শুচিতা শরমিনেকে আমাদের দুর্যোগের সময়ে কখনো পাই না। অতএব অনতিবিলম্বে তার পদত্যাগ দাবি করছি। তিনি যদি সসম্মানে পদত্যাগ না করেন, তাহলে আরও বড় ধরনের কর্মসূচির মাধ্যমে আন্দোলন চালিয়ে যাব।’
নাজমুল ঢালী বলেন, চলমান আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন। এর যৌক্তিকতা হলো এই উপাচার্য দীর্ঘ ৯ মাস দায়িত্ব পালন করার পরেও ন্যূনতম কোনো উন্নয়নে অবদান রাখতে পারেননি। উপাচার্য আন্দোলনকরীদের সঙ্গে আলোচনায় বসতে চাইলেও আমরা এ আলোচনায় বসতে চাইছি না। কারণ ইতিমধ্যে প্রমাণ হয়ে গেছে তিনি আমাদের অযোগ্য। সুতরাং অযোগ্য উপাচার্যকে দ্রুত সময়ের মধ্যে পদত্যাগের আহ্বান জানাচ্ছি।’
আন্দোলনের সামনের কর্মসূচি সম্পর্কে মোশাররফ হোসেন বলেন, ‘আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে এবং আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় প্রশাসনের শাটডাউন কর্মসূচির আওতায় জরুরি সেবা (মেডিকেল, লাইব্রেরি, ক্লাস, পরীক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্র) ব্যতীত সব দপ্তরে তালা ঝুলিয়ে দেওয়া হবে।’