ক্যান্সার আক্রান্ত হয়ে না ফেরার দেশে ববি শিক্ষার্থী জেবুন্নেছা
- ববি প্রতিনিধি
- প্রকাশ: ০২ মে ২০২৫, ১১:৪৪ AM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৪:৫৬ PM
পাকস্থলী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী জেবুন্নেছা হক জিমি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১ মে) রাত ১১টা ৪০ মিনিটে ঢাকার আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল মাসুদ।
জানা গেছে, নিহত জেবুন্নেছা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি ফরিদপুর জেলার গজারিয়া উপজেলায়।
নিহতের সহপাঠীরা জানান, ২০২৩ সালের সেপ্টেম্বরে ষষ্ঠ সেমিস্টারের ফাইনাল পরীক্ষা চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জেবুন্নেছা। পরে তাকে তার পরিবারের সদস্যরা ফরিদপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করলে পাকস্থলীতে আলসার ধরা পড়ে। এসময় ডাক্তার তাকে অপারেশনের পরামর্শ দেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হলে পরীক্ষা নিরীক্ষা মাধ্যমে তার পাকস্থলীতে ক্যান্সার শনাক্ত হয়। ডাক্তারের পরামর্শ অনুযায়ী অপারেশন করে পাকস্থলীর ৬০% কেটে বাদ দেওয়া হয় এবং কেমোথেরাপি চলতে থাকে। তার কিছুদিন পর একটু সুস্থ হয়ে উঠলে পুনরায় পড়ালেখা শুরু করেন তিনি। কিন্তু হঠাৎ আবার অসুস্থ হয়ে পড়েন তিনি। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে বিভাগটির চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল মাসুদ বলেন, জিমি একজন অদম্য মেধাবী শিক্ষার্থী ছিল। সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলাকালে সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে তার পাকস্থলীতে ক্যান্সার শনাক্ত হয়। পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে কিছুটা সুস্থ হয়ে উঠলে পুনরায় পুরো উদ্যমে লেখাপড়া চালিয়ে যেতে চেয়েছিল সে। কিন্তু আজ সে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছে। তার মতো এমন এক মেধাবী শিক্ষার্থীর মৃত্যুতে আমরা এবং আমাদের ম্যানেজমেন্ট স্টাডিজ পরিবার গভীর ভাবে শোকাহত। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করি।