বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রশিবিরের ‘মুগ্ধ পানি কর্নার’

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘মুগ্ধ পানি কর্নার’
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘মুগ্ধ পানি কর্নার’   © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২০২৫ সেশনের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে জুলাই অভ্যুত্থানের শহীদ মীর মুগ্ধের নামে ‘মুগ্ধ পানি কর্নার’ খুলল শাখা ছাত্রশিবির। আজ শুক্রবার (২৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় এ কর্নার খুলা হয়। 

জানা যায়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ভর্তি পরীক্ষা আজ বিকেলে অনুষ্ঠিত হয়েছে। এর আগে ১৯ এপ্রিল বাণিজ্য ও বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ও ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হয়।

এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ ইসলাহী বলেন, ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শুধু একটি ছাত্রসংগঠন নয়, এটি একটি আদর্শিক পরিবার, যারা সবসময় মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধকে ধারণ করে কাজ করে। এরই ধারাবাহিকতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় আমরা ‘মুগ্ধ পানি কর্নার’ চালু করেছি। আমরা চাই, আগত শিক্ষার্থীরা যেন একটি বন্ধুসুলভ ও সহযোগিতামূলক পরিবেশ পায় এবং কুবির প্রথম অভিজ্ঞতা হয় আনন্দময় ও স্বস্তিদায়ক।’

তিনি আরও বলেন, ‘এই কর্নারটি শুধু পানির জন্য নয়, এটি একটি স্মৃতির মিনার। শহীদ মীর মুগ্ধ ভাইয়ের প্রতি আমাদের গভীর ভালোবাসা ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ। তিনি শুধু একজন কর্মী ছিলেন না, ছিলেন জুলাইয়ের আদর্শ, সাহস ও ত্যাগের প্রতীক। তার নামকে ধরে রাখাই নয়, তার চিন্তা, আদর্শ ও আত্মত্যাগকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই আমাদের এ প্রয়াস। শহীদের আদর্শ বুকে ধারণ করেই আমরা এগিয়ে যেতে চাই আলোর পথে।’


সর্বশেষ সংবাদ