কুয়েটের শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে কুবিতে প্রতীকী অনশন
- কুবি প্রতিনিধি
- প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১২:৩৯ PM , আপডেট: ২৩ এপ্রিল ২০২৫, ১২:৩৯ PM

কুয়েটের শিক্ষার্থীদের এক দফা দাবি ভিসির অপসারণের সঙ্গে সংহতি প্রকাশ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাধারণ শিক্ষার্থীরা গণস্বাক্ষর ও প্রতীকী অনশনে বসেন। আজ বুধবার (২৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের আব্দুল কাইয়ুম চত্বরে প্রতীকী অনশনে বসেন সাধারণ শিক্ষার্থীরা।
গণিত বিভাগের শিক্ষার্থী মো. হান্নান রাহিম বলেন, ‘কুয়েটের শিক্ষার্থীদের এক দফা দাবিতে সংহতি জানিয়ে কুুবি শিক্ষার্থীরা আজকে সারা দিন গণস্বাক্ষর কর্মসূচি পালন করবেন। পাশাপাশি প্রতীকী অনশন পালন করছেন। আমরা কুয়েটের ভিসিকে অপসারণ করা অবধি কুয়েটের পাশে আছি।’
আরও পড়ুন: কৃষি গুচ্ছ ভর্তির প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে অভিনব প্রতারণা
গত ১৮ ফেব্রুয়ারি ছাত্র রাজনীতি বন্ধ নিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে ক্যাম্পাসের আশপাশের এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে অন্তত ৪০-৪৫ শিক্ষার্থী আহত হয়। এ ঘটনায় গতকাল সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ১০১তম (জরুরি) সিন্ডিকেট সভায় ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।