ইবি ছাত্রশিবিরের কুরআনিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ০৯:৫৭ PM , আপডেট: ২৮ মার্চ ২০২৫, ১০:১৮ PM

পবিত্র মাহে রমজান উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রশিবিরের উদ্যোগে কুরআনিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) সংগঠনটির ফেইসবুক পেইজে এ প্রতিযোগিতাটির ফলাফল প্রকাশ করা হয়।
প্রতিযোগিতায় প্রথম ১০ জন বিজয়ীর নাম ঘোষণা করা হয়। এতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে আইসিটি বিভাগের আব্দুল্লাহ আল মামুন, এবং আইন বিভাগের নাজমুস সাকিব ও ওবাইদুল্লাহ আল মাহবুব। এছাড়াও অন্য বিজয়ীরা হলেন, মল্লিক তানজিল হোসাইন, শেখ মোহাম্মদ, জাহাঙ্গীর হোসেন, নাজমুছ সাদাত, রাহিকুল ইসলাম, ফখরুল ইসলাম ও তানভীর শেখ।
বিজয়ীদের জন্য পুরষ্কার হিসেবে নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট ব্যবস্থা করা হয়। পরবর্তীতে তাদের মাঝে পুরষ্কার প্রদান করা হবে।
আইন বিভাগের বিজয়ী শিক্ষার্থী শেখ মোহাম্মদ বলেন, ‘ছাত্রশিবির কর্তৃক কুরানিক কুইজ শীর্ষক প্রতিযোগিতাটি সত্যিই প্রশংসার দাবিদার। কারণ যখন দেখলাম ধর্মতত্ত্ব শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে না বলে শর্ত দিয়েছে, তখন থেকে সাহস আসে অংশগ্রহণ করার জন্য। এতে করে সাধারণ শিক্ষার্থীরা দ্বীনি জ্ঞানের প্রতি দিনদিন আগ্রহী হচ্ছে।’
প্রসঙ্গত, গত ২৫ রমজান অনলাইনে ১০০ নাম্বারের কুইজ অনুষ্ঠিত হয়। এতে সূরা দোহা থেকে সূরা নাস এবং সূরা ইউসুফ এর নামকরণ, নাজিলের প্রেক্ষাপট, বিষয়বস্তু ও আয়াতের অনুবাদ এর উপর প্রশ্ন করা হয়।