ইবির আবাসিক হল বন্ধ থাকবে ১২ দিন

ইসলামী বিশ্ববিদ্যালয়
ইসলামী বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১২ দিন বন্ধ থাকছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হল। আগামী বুধবার (২৭ মার্চ) সকাল ১০টা থেকে ৮ এপ্রিল (মঙ্গলবার) সকাল ১০টা পর্যন্ত হল বন্ধ থাকবে। রবিবার (২৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের এক সভায় এ সিন্ধান্ত নেওয়া হয়েছে।

আবাসিক হল বন্ধের বিষয়ে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও শহিদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ বি এম জাকির হোসেন বলেন, আগামী ২৭ মার্চ সকাল ১০টায় হল বন্ধ করা হবে। ছুটি শেষে আগামী ৮ এপ্রিল সকাল ১০টায় হল খুলে দেওয়া হবে।

আরো পড়ুন: যবিপ্রবির বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ, বেতন সর্বোচ্চ ৭৪ হাজার

হল বন্ধকালীন ভেতরে এবং আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে জানিয়ে তিনি বলেন, প্রক্টরিয়াল বডির নির্দেশে ছুটিতে নিরাপত্তার জন্য আনসাররা দায়িত্বে থাকবেন।

উল্লেখ্য, গত ১ মার্চ হতে বিশ্ববিদ্যালয় ছুটি শুরু হয়। ছুটি চলবে আগামী ৮ এপ্রিল পর্যন্ত। এছাড়া ২৭ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত অফিস বন্ধ থাকবে।


সর্বশেষ সংবাদ