হোয়াটসঅ্যাপে টাকা চান ‘উপাচার্যরা’!
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০৩:০৩ AM , আপডেট: ২৩ মার্চ ২০২৫, ০৩:৫৯ PM

‘জরুরি ১৫ হাজার টাকা লাগবে। এখন এই নাম্বারে পাঠিয়ে দেবেন’। শনিবার (২২ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বর থেকে এমন ক্ষুদেবার্তা (মেসেজ) পাঠিয়ে সঙ্গে একটি বিকাশ নাম্বার দেওয়া হয় এক সাংবাদিকের কাছে। পরে নিশ্চিত হতে ওই সাংবাদিক ড. মো. আখতারুজ্জামানকে ফোনকল করলে তিনি জানান, তার হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাক হয়েছে। ওই নাম্বার থেকে বিভিন্নজনকে একই মেসেজ পাঠানো হয়েছে।
শুধু ড. মো. আখতারুজ্জামান নয়, সম্প্রতি হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাক কিংবা ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি খুলে টাকা চাওয়ার অভিযোগ করেছেন একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এসব ঘটনায় সতর্কতার পাশাপাশি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করছেন সংশ্লিষ্টরা। ভুক্তভোগীরা বলছেন, তারা হ্যাকিংয়ের শিকার হয়েছেন। নতুবা ফেক আইডি ব্যবহার করে প্রতারক চক্র বিভ্রান্তিমূলক মেসেজ দিচ্ছে।
গত কয়েকদিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিমের নামে হোয়াটসঅ্যাপে ফেক আইডি ও ছবি ব্যবহার করে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার ভুক্তভোগীরা থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন।
গত বৃহস্পতিবার (২০ মার্চ) জাবি থেকে জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসানের ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপের এই ০১৩০৩৫০১৮৮৫ নম্বর থেকে টাকা চাওয়াসহ নানা ধরনের আপত্তিকর মেসেজ পাঠানো হচ্ছে। এই মোবাইল নম্বরটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নয়। এই অপরাধীকে শনাক্ত করে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইতোমধ্যে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
এদিকে, শনিবার (২২ মার্চ) জগন্নাথের উপাচার্যের নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি সতর্কতামূলক পোস্ট দেওয়া হয়। পোস্টে উপাচার্য উল্লেখ করেন, ‘আমার অফিসিয়াল ছবি ব্যবহার করে 01856064528 নাম্বার (নম্বরটি আমার নয়) থেকে টাকা চাওয়া হচ্ছে। দয়া করে কেউ টাকা দেবেন না। ধন্যবাদ।’ বিষয়টি জানাজানি হওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর একটা ফেক আইডি ব্যবহার করে অর্থ চাওয়া হচ্ছে। এই ফেক আইডি ব্যবহার করে ভুয়া ও বিভ্রান্তিমূলক মেসেজ দেওয়া হচ্ছে। ভাইস চ্যান্সেলরের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হওয়া গেছে এটি একটা ফেক আইডি। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।
শনিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের নামে ফেক হোয়াটসঅ্যাপ আইডি খুলে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে। তার নাম ও ছবি ব্যবহার করা ফেক হোয়াটসঅ্যাপ আইডিতে দেখা যায় 01856064528 নম্বর থেকে আইডিটি খোলা হয়েছে। যেখানে মোকাররম নামের এক ব্যক্তিকে জরুরি ভিত্তিতে বিকাশে পেমেন্ট করার নির্দেশ দেয়া হয়।
রবিবার (২৩ মার্চ) বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) জনসংযোগ দফতরের উপ-পরিচালক মো. ফয়সাল মাহমুদ বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ছবি ও নাম ব্যবহার করে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার (01894096200) থেকে বিভিন্ন ব্যক্তিকে বিভ্রান্তমূলক বার্তা ও টাকা চাওয়া হচ্ছে। প্রকৃতপক্ষে উক্ত নম্বরটি উপাচার্য মহোদয় অথবা বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোনো অফিসিয়াল নম্বর নয়। সুতরাং এই বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, ঈদের আগে হ্যাকার ও প্রতারকরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের টার্গেট করছে। সবাইকে এ বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত।
এ বিষয়ে জবি উপাচার্যের পিএস মো. আনোয়ার হোসেন বলেন, একটি নম্বর থেকে উপাচার্যের ছবি ব্যবহার করে ৪০ হাজার টাকা দাবি করার বিষয়টি সামনে এসেছে। সকলকে এ বিষয়টি নিয়ে সচেতন থাকার অনুরোধ করছি।
ঢাবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, কে বা কারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাক করেছে। বিভিন্নজনকে টাকা চেয়ে মেসেজ পাঠাচ্ছে। প্রতারকচক্রকে কাউকে টাকা না পাঠানোর অনুরোধ করছি। আমি আপাতত ফোন নাম্বার বন্ধ ও থানায় জিডি করার উদ্যোগ নিচ্ছি।