ঈদুল ফিতরের ছুটিতে খোলা থাকবে জবি ছাত্রী হল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ১৬ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ২৩ মার্চ থেকে শুরু হয়ে ৬ এপ্রিল পর্যন্ত চলবে এই ছুটি। তবে ছুটির মধ্যেও শিক্ষার্থীদের জন্য খোলা থাকবে বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ছুটির সময়ও ছাত্রীদের হলে অবস্থানের অনুমতি থাকবে। তবে ২৭ মার্চ থেকে হলের ডাইনিং পরিষেবা বন্ধ থাকবে।

হল প্রভোস্ট অধ্যাপক ড. আঞ্জুমান আরা জানান, ছুটির সময় হল বন্ধ করার কোনো বাধ্যবাধকতা নেই।

তিনি বলেন, ‘হল খোলাই থাকে, তাতে কোনো সমস্যা নেই। তবে আমাদের দেখতে হবে ঈদের ছুটিতে কতজন ছাত্রী হলে অবস্থান করবে, কারণ তাদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্বপূর্ণ।’

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্তে হলে থাকা ছাত্রীদের জন্য স্বস্তির বার্তা বয়ে এনেছে। বিশেষ করে দূর-দূরান্তের শিক্ষার্থীদের জন্য এটি একটি আশার খবর, যারা ছুটিতে বাড়ি ফিরতে পারছেন না।


সর্বশেষ সংবাদ