গাজায় হামলার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল

শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল  © টিডিসি

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৯ মার্চ) জোহরের নামাজের পর বিপ্লবী ঐক্য জোটের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান ফটকে গিয়ে শেষ হয়।

বিক্ষোভকারীরা ‘ফ্রি ফ্রি ফিলিস্তাইন’, ‘ইসরায়েল ইজ অ্যা জেনোসাইড স্টেট’, ‘লং লিভ ফিলিস্তাইন’, ‘অকুপেশন ইজ এ ক্রাইম’ এমন স্লোগানে ইসরায়েলের হামলার প্রতিবাদ জানান।

প্রতিবাদ কর্মসূচিতে ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবির রায়হান বলেন, ‘মানবতার চরম লঙ্ঘন করে ইসরায়েল ফিলিস্তিনিদের ওপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে। নিষ্পাপ শিশুদের হত্যা করা হচ্ছে, তাদের জীবন শুরুর আগেই শেষ করে দেওয়া হচ্ছে। মুসলিম উম্মাহ যদি এখনই ঐক্যবদ্ধ না হয়, তবে ভবিষ্যতে আরও ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে।’

আরও পড়ুন: মাত্র দুজন কর্মকর্তা দিয়ে চলছে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটের কার্যক্রম

পরিসংখ্যান বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী আজহার উদ্দীন বলেন, ‘আমরা যখন সারা বিশ্বের মুসলমানদের সঙ্গে শান্তিপূর্ণভাবে রোজা পালন করছি, তখন ফিলিস্তিনিদের ওপর বোমা বর্ষণ করা হচ্ছে, তাদের ঘরবাড়ি ধ্বংস করা হচ্ছে। অথচ বিশাল মুসলিম জনসংখ্যার তুলনায় খুব কমসংখ্যক মানুষই এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে।’

উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ইসরায়েল। তবে ১৯ মার্চ সেই চুক্তি ভঙ্গ করে তারা গাজার নিরীহ মানুষের ওপর হামলা চালায়। এতে অন্তত ৪০৪ জন ফিলিস্তিনি নিহত হন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence