খুবি শিক্ষার্থীকে উত্ত্যক্তের ঘটনায় আটক ১

আটক আলমগীর
আটক আলমগীর  © টিডিসি ফটো

খুলনা বিশ্ববিদ্যালয়ের  দুই শিক্ষার্থীকে উত্ত্যক্তের ঘটনায় জড়িত যুবক আলমগীরকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার (১৪ মার্চ) ঘটনার দুই দিন পর আজ রবিবার (১৬ই মার্চ) ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তাকে আটক করা হয়।

সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (খুবিসাস) উত্ত্যক্তকারীকে শনাক্ত করে। পরে আরমগীর নিজের দোষ স্বীকার করে নেয়। তার ভাষ্যমতে, এই ঘটনার সাথে সে জড়িত। 

স্বীকারোক্তির প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা জরিমানা করে।

জানা যায়, শুক্রবার সকাল ১০টার দিকে দুই শিক্ষার্থী বাজার করার উদ্দেশ্যে বের হলে আলমগীর তাদের অনুসরণ করতে থাকে। সে শিক্ষার্থীদের বিভিন্ন ব্যক্তিগত প্রশ্ন করে, যেমন—“কয়টা বাজে?”, “আপনারা কোথায় পড়েন?”, “হলে থাকেন কি না?”  “বাড়ি কোথায়?” ইত্যাদি। 

পরবর্তীতে সূর্যমুখী বাগানের দিকে গিয়ে ওই ব্যক্তি শিক্ষার্থীদের দেখে বিভিন্ন অশালীন আচরণ করেন। ক্যাম্পাস ছুটির কারণে আশপাশে লোকজন কম থাকায় শিক্ষার্থীরা দ্রুত স্থান ত্যাগ করেন।

অভিযুক্ত ব্যক্তি আলমগীর এর আগেও এ ধরনের অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত ছিল বলে জানা গেছে। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (খুবিসাস) শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার ঘটনার সত্যতা পেলে হরিণটানা থানায় জানানো হয়।

এই ঘটনার পর চলমান ঈদের ছুটির মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদারের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. নাজমুস সাদাত ক্যাম্পাসে বহিরাগত অতিথিদের প্রবেশে কড়াকড়ি নিষেধাজ্ঞা প্রদান করেন এবং বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের এই বিষয়ে সহযোগিতার আহ্বান জানান। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence