উৎসাহ-উদ্দীপনায় ইবিতে দোল পূর্ণিমা উদযাপন 

দোল পূর্ণিমা উদযাপন করেন ইবি শিক্ষার্থীরা
দোল পূর্ণিমা উদযাপন করেন ইবি শিক্ষার্থীরা  © টিডিসি

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশের ন্যায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) হিন্দুদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান হলি উৎসব বা দোল পূর্ণিমা উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শুক্রবার (১৪ মার্চ) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে সনাতন ধর্মালম্বীদের প্রার্থনালয়ে ঘট স্থাপন ও পূজা অর্চনা অনুষ্ঠিত হয়।

পরে শিক্ষার্থীরা রং খেলায় মেতে ওঠেন। শিক্ষার্থীদের গালে মুখে দেখা যায় আবিরের রং। মেখেছে সারা গায়েও। কেউ স্বেচ্ছায় রং মাখছেন আবার কাউকে জোর করে মাখিয়ে দিচ্ছে অন্যরা। এতে চারদিকে রঙের ছড়াছড়িতে মেতে উঠেছে সনাতন ধর্মাবলম্বীরা। শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় টিএসসি করিডোরও যেন উৎসবের আমেজে মেতে ওঠেন।

সনাতন ধর্মাবলাম্বী শিক্ষার্থীরা জানান, এই দিনে শ্রী কৃষ্ণ বেত্রাসুর নামে এক অত্যাচারি অসুরকে হত্যা করে তার রক্তে হোলি খেলেছিলেন। আবার ফাল্গুনী পূর্ণিমা তিথির এই দিনে শ্রী কৃষ্ণ আবির ও গুলাল নিয়ে তার সখী রাধা ও তেত্রিশ হাজার গোপীর সঙ্গে রঙ ছোড়াছুড়ির খেলায় মেতেছিলেন। এ জন্য হিন্দুধর্মাবলাম্বীরা বহু আগে থেকেই দোলযাত্রা বা হোলি উৎসব পালন করে আসছেন।

আরও পড়ুন: দাখিলের পর আলিমে আগ্রহ নেই মাদ্রাসা শিক্ষার্থীদের

সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী প্রান্ত বিশ্বাস তার অনুভূতি প্রকাশ করে বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ বছরই আমার প্রথম দোল উৎসব। আমার কাছে খুবই ভালো লাগছে। বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাই আপুদের সাথে দোল উৎসবে অংশগ্রহণ একটি অন্য রকম অনুভূতির। সবাই অনেক আনন্দ করেছি। আমার কাছে একটি সেরা উৎসব হয়ে থাকবে এটি।’

বিশ্ববিদ্যালয় পূজা উদজাপন পরিষদের সাধারণ সম্পাদক পঙ্কজ রায় বলেন, ‘আমরা আজ সারা দিনব্যাপী প্রার্থনা ও উৎসব আয়োজন করেছি। ক্যাম্পাস বন্ধ থাকায় অধিকাংশ শিক্ষার্থী বাড়িতে চলে গেছে। তবে ক্যাম্পাসে অবস্থিত সনাতন ধর্মাবলম্বী প্রায় সবাই এতে অংশগ্রহণ করেছেন। খুব সুন্দরভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ বছর যেহেতু রমজান মাস চলছে তাই আমরা একটু ছোট পরিসরে এ বছরের উৎসব আয়োজন করেছি।’


সর্বশেষ সংবাদ