জবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিএনপি নেতাকে শোকজ  

শহিদুল হক শহিদ
শহিদুল হক শহিদ  © ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একদল শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের ওয়ারী থানার ৩৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শহিদুল হক শহিদকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।  

নোটিশে বলা হয়, ‘গত ৩ মার্চ রাতে ধোলাইখালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে সংঘটিত অপ্রীতিকর ঘটনায় আপনাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে পত্রপ্রাপ্তির আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য আপনাকে নির্দেশিত হয়ে অবগত করা হলো।’  

এর আগে, গতকাল সোমবার (৪ মার্চ) দিবাগত রাতে ঢাকার ধোলাইখালে এক নির্মাণাধীন ঢালাইয়ের ওপর ভুলক্রমে পা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নাহিদ হাসান সম্রাট ওই এলাকায় যাওয়ার সময় ভুলবশত ঢালাইয়ের ওপর পা রাখেন, যা নিয়ে স্থানীয়দের সঙ্গে তার কথা-কাটাকাটি হয় এবং পরে উত্তেজনায় রূপ নেয়।

শিক্ষার্থীদের দাবি, বিএনপি নেতা শহিদুল হক শহিদের নেতৃত্বে এ হামলা চালানো হয়, যেখানে অন্তত সাতজন শিক্ষার্থী আহত হন। আহতদের ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল, মিটফোর্ড হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


সর্বশেষ সংবাদ