গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ‘প্রোডাক্টিভ রমাদান’ শীর্ষক আলোচনা

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ‘প্রোডাক্টিভ রমাদান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ‘প্রোডাক্টিভ রমাদান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়  © সংগৃহীত

আসন্ন পবিত্র রমজানের প্রস্তুতি উপলক্ষে আল কোরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাব, গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত হয়েছে ‘প্রোডাক্টি রমাদান’ শীর্ষক আলোচনা সভা। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) মাগরিবের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে আমন্ত্রিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শায়েখ কেফায়েতুল্লাহ।

আমন্ত্রিত অতিথি শায়েখ কেফায়েতুল্লাহ এ সময় উপস্থিত শ্রোতাদের উদ্দেশে রমজানের প্রস্তুতি এবং তাৎপর্য-বিষয়ক আলোচনা করেন। তিনি বলেন, ‘রোজা কেবল উপবাস থাকা নয় বরং পানাহার, কামাচার এবং পাপাচার এই তিনটি বিষয় একত্রে পরিত্যাগের নাম রোজা।’ তিনি উপস্থিত সবাইকে রমাজানে দান-সদাকা, রোজাদারকে ইফতার করানো এবং পিতা-মাতার সঙ্গে সদাচরণের উপদেশ দেন।

আরও পড়ুন: স্বামীকে হত্যা করে শরীরে ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রীর আত্মহত্যা

অনুষ্ঠানে কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘রমজান রহমত-বরকত এবং নাজাতের মাস। কিন্তু এর যথাযথ শিক্ষা এবং প্রস্তুতির অভাবে আমরা এই মাস থেকে পরিপূর্ণ ফায়দা নিতে পারি না।’

ক্লাবের সভাপতি ফাহিম শাহরিয়ারের সঞ্চালনায় বক্তব্য আরও দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সোহেল হাসান।
সেমিনারে শিক্ষার্থীদের পাশাপাশি ক্যাম্পাসের অন্য অংশীজনেরাও অংশগ্রহণ করেন।


সর্বশেষ সংবাদ