কুবিতে চার নারী শিক্ষার্থীর বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ
- কুবি প্রতিনিধি
- প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১৮ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪২ PM

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সুনীতি-শান্তি হলের একটি কক্ষে মাদক সেবনের অভিযোগ উঠেছে চার নারী শিক্ষার্থীর বিরুদ্ধে। বিষয়টি নিয়ে ব্যবস্থা গ্রহণের দাবিতে অর্ধশতাধিক আবাসিক শিক্ষার্থী স্বাক্ষরিত একটি অভিযোগপত্র বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দেওয়া হয়েছে।
সোমবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. নাহিদা বেগম এবং হলের প্রাধ্যক্ষ ড. মোছা. শাহিনুর বেগমের কাছে অভিযোগপত্রটি জমা দেন শিক্ষার্থীরা।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী রাবিনা ঐশী, একই বিভাগের লাবিবা ইসলাম, ফার্মেসি বিভাগের আতিফা লিয়া এবং আইন বিভাগের মাইশা রহমান রোদিতা দীর্ঘদিন ধরে সুনীতি-শান্তি হলের ২১৪ নম্বর কক্ষ দখল করে সেখানে মাদক সেবন করছেন।
শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, ওই কক্ষে বসবাসকারী শিক্ষার্থীদের মাদক সেবনে বাধ্য করা হয়, এবং নতুন কেউ সিট বরাদ্দ পেলেও ভয়ভীতি দেখিয়ে তাদের অন্য রুমে যেতে বাধ্য করা হয়। মাদক সেবনের ফলে আশপাশের শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে এবং তাদের মানসিক চাপের মুখে পড়তে হচ্ছে।
অভিযুক্ত শিক্ষার্থী আতিফা লিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা আগে ছাত্রলীগ করতাম, তাই আমাদের নিয়ে এসব বলা হচ্ছে। আমি মাঝে মাঝে ২১৪ নম্বর কক্ষে যাই, তবে মাদকের সঙ্গে কোনো সম্পর্ক নেই।”
অপরদিকে, রাবিনা ঐশী দাবি করেন, "আমার বান্ধবী লাবিবা সেমিস্টার ফাইনালের কারণে আমার রুমে উঠেছে। আমরা পারস্পরিক সম্মতিতে রুম পরিবর্তন করেছি।”
তবে ভুক্তভোগী এক শিক্ষার্থী বলেন, “আমি এখন কিছু বলতে চাই না। প্রভোস্ট ম্যামের সঙ্গে কথা বলুন।”
সুনীতি-শান্তি হলের প্রাধ্যক্ষ ড. মোছা. শাহিনুর বেগম বলেন, "বিষয়টি সম্পর্কে আমি অবগত। প্রশাসনিকভাবে আমরা মিটিং করব এবং পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে।”
শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে মাদকাসক্ত শিক্ষার্থীদের হল থেকে বহিষ্কার, অভিযুক্তদের ডোপ টেস্ট করানো, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং বহিরাগতদের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন।
এদিকে বিষয়টি নিয়ে প্রক্টরিয়াল বডি মিটিংয়ে বসেছে বলে জানা গেছে।