৫০ বছর বয়সে জবির ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে যা বললেন তপু

তাওহিদুর রহমান তপু
তাওহিদুর রহমান তপু   © সংগৃহীত

শিক্ষার আলো ছড়িয়ে দিতে কিংবা নিজের ভাগ্য বদলাতে অনেকেই বিশ্ববিদ্যালয়ের পথে পা বাড়ান। তবে তাওহিদুর রহমান তপু ভিন্ন এক প্রেরণার নাম। প্রায় ২৮ বছর পর ৫০ বছর বয়সে আবারও পড়াশোনার মূল স্রোতে ফিরেছেন তিনি, শুধু নিজের জন্য নয়, সমাজের প্রচলিত ভুল ধারণা ভাঙার জন্যও।  

নওগাঁ সদর, যমুনার তীরে বেড়ে ওঠা তপু মাত্র ১৭ বছর বয়স থেকে মানসিক সমস্যায় ভুগছিলেন। দীর্ঘ ২৮ বছর লড়াইয়ের পর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আলিম পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হন এবং এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন দেখছেন।  

শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় নয়, তিনি এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পরীক্ষায়ও অংশ নিয়েছেন। তার লক্ষ্য স্পষ্ট, শিক্ষা অর্জনের মাধ্যমে প্রমাণ করা যে, মানসিক অসুস্থতা কারও সম্ভাবনা কেড়ে নিতে পারে না।  

তপু বলেন, আমাকে সবাই মানসিক রোগী বলত, কিন্তু আমি চাই এই ভুল ধারণা বদলাতে। পড়াশোনার মধ্য দিয়ে আমি সমাজকে দেখাতে চাই, সুস্থ হলে আমরাও অন্যদের মতো স্বপ্ন দেখতে পারি।  

তবে তার স্বপ্ন কেবল বিশ্ববিদ্যালয় পর্যন্ত সীমাবদ্ধ নয়। পড়াশোনার মাধ্যমে যদি শারীরিকভাবে সুস্থ থাকেন, তবে কোনো পেশায় যুক্ত হতে চান। আর তা সম্ভব না হলে দরিদ্র শিশুদের বিনামূল্যে পড়ানোর পরিকল্পনা রয়েছে তার।  

২০২৪-২৫ শিক্ষাবর্ষের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা ও আইন অনুষদের ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষায় ৭৮৫টি আসনের বিপরীতে ৪২,৯৭৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। তাদের মাঝে বয়স বা সামাজিক বাধাকে জয় করে পরীক্ষায় বসা তপু অনেকের জন্যই এক অনুপ্রেরণার নাম।


সর্বশেষ সংবাদ