সোহরাওয়ার্দীর বাস থেকে মোল্লা কলেজের ছাত্রীদের দুয়োধ্বনি, ফেসবুকে সমালোচনা

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের বাস ও ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের বাস
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের বাস ও ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের বাস  © টিডিসি সম্পাদিত

প্রতিষ্ঠার ৭৫ বছর পর নিজস্ব পরিবহন পেয়েছেন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। উদ্বোধনের প্রথম দিন বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) শিক্ষার্থীদের বহন করা বিআরটিসির একটি বাস থেকে যাত্রাবাড়ী এলাকায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের (ডিএমআরসি) একটি বাসের ভেতরে থাকা নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে ‘ভুয়া-ভুয়া’ বলে দুয়োধ্বনি দেওয়ার অভিযোগ উঠেছে।

এ সংক্রান্ত একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বইছে সমালোচনার ঝড়। সোহরাওয়ার্দী কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। প্রয়োজনে বাসের রুটটি চেঞ্জ করে দেওয়া হবে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, যাত্রাবাড়ী এলাকায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের (ডিএমআরসি) একটি বাস পুরাণ ঢাকার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের বাসকে ওভারটেক করে চলে যায়। এ সময় বাস থেকে বলতে শোনা যায়, টানো.. টানো..টানো..। কিছুদূর যেতেই ডিএমআরসির বাসটিকে সোহরাওয়ার্দী কলেজের বাসটি ওভারটেক করে। এরপরই সোহরাওয়ার্দী কলেজের বাসের ভেতর থেকে ‘ভুয়া ভুয়া’ দুয়োধ্বনি শুনতে পাওয়া যায়। 

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ছাত্রদলের সভাপতি রুবেল ইসলাম রুবেল ভিডিওটি নিজ ফেসবুক আইডিতে শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘এই মাত্র মোল্লা কলেজের বাসের সাথে আমাদের সোহরাওয়ার্দী কলেজের বাসের গভীর সর্ম্পক হয়ে গেল।’

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের (ডিএমআরসি) ক্রাশ এন্ড কনফেশন নামে ফেসবুক গ্রুপে শেয়ার করা হয়। সেখানে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্য করে লেখা হয়, ‘আপনারা বাস পেয়েছেন তার জন্য অভিনন্দন। তবে অন্য একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মেয়েদের প্রতি অশালীন ইঙ্গিত বা ভাষার প্রয়োগ করে কি নিজেদের বীরপুরুষ মনে করছেন? শুদ্ধ বাংলায় এটিকে কাপুরুষতা বলে। এমন আচরণ আপনার শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সুনাম নয়, বরং কলঙ্কই বয়ে আনছে।’

জানা যায়, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) প্রথমবারের মতো দুটি দ্বিতল বাস দেওয়া হয় তাদের। 

এ বিষয়ে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায় দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘নারী শিক্ষার্থীদের সাথে এমন অশোভন আচরণ আমাদের জন্য লজ্জার, প্রতিষ্ঠানের বদনাম। তাই শিক্ষার্থীদের এমন আচরণে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। বাস উদ্বোধনের দিনই সবাইকে সতর্ক করে দিয়েছিলাম।’

তিনি আরও বলেন, ’আমার কলেজের ছাত্ররা এমন আচরণ করলে, সোহরাওয়ার্দী কলেজের বাসের রুটটি প্রয়োজনে চেঞ্জ করা হবে। তাহলে আমাদের কলেজের বাস আর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে দিয়ে যাবে না। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হোক তা চাই না।’

এ বিষয়ে জানতে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের (ডিএমআরসি) অধ্যক্ষ ওবায়দুল্লাহ নয়নের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি তা রিসিভি করেননি। 

প্রসঙ্গত, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও যাত্রাবাড়ীর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের ঝামেলার সূত্রপাত হয় গেল বছরের ২৪ নভেম্বর থেকে। ভুল চিকিৎসায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিতের মৃত্যুর ঘটনার বিচারের দাবিতে মোল্লা কলেজসহ ঢাকার ৩৫টি কলেজের শিক্ষার্থীরা সুপার সানডে ঘোষণা দিয়ে একজোট হয়ে পুরাণ ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ, কবি নজরুল সরকারি কলেজ ও শহীদ সরকারি সোহরাওয়ার্দী কলেজে হামলা ও ভাঙচুর চালায়।

এ হামলার প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা মেগা মানডে ঘোষণা দিয়ে এর পরদিনই মোল্লা কলেজে হামলা চালায়। এতে সোহরাওয়ার্দী কলেজ ও মোল্লা কলেজের অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence