নজরুল বিশ্ববিদ্যালয়ে ১৪ শিক্ষকের পদোন্নতি
- নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
- প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ০৯:৫৪ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১৬ PM
অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১৪ জন শিক্ষক। সোমবার (২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
বিশ্ববিদ্যালয়ের ৮৭তম সিন্ডিকেটে সহযোগী অধ্যাপক হতে অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং অর্থনীতি বিভাগের ড. মো. বখতিয়ার উদ্দিন, সঙ্গীত বিভাগের ড. আহমেদ শাকিল হাসমী, নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের ইসমত আরা ভূঁইয়া ইলা এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ড. সুব্রত কুমার দাশ।
সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান মো. আহসান কবীর, লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের মো. নূরে আলম, সঙ্গীত বিভাগের ড. আশিক সরকার এবং সিএসই বিভাগের ড. হাবিবা সুলতানা।
এছাড়াও প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে উন্নীত হয়েছেন অর্থনীতি বিভাগের মাসফিকুন্নাহার শারমিন, ফোকলোর বিভাগের নাঈমা আক্তার ও মো. রকিবুজ্জামান এবং নৃবিজ্ঞান বিভাগের ফিরোজ আহমেদ, স্বপ্না পাপুল ও জুয়েল মোল্যা।