বিশ্ববিদ্যালয় পর্যায়ে আত্মহত্যা করা শিক্ষার্থীদের দুই তৃতীয়াংশই ছাত্রী

  © প্রতীকী ছবি

রাজধানীর হাজারীবাগের একটি বাসা থেকে ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে তার মরদেহ উদ্ধার করা হয়। শিক্ষার্থীর নাম পুষ্পিতা (২১)। তিনি অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। শুধু পুষ্পিতা নন, দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর আত্মহত্যাজনিত মৃত্যুর সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। জানা গেছে, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যেসব শিক্ষার্থী আত্মহত্যা করেন, তাদের মধ্যে ছাত্রীদের সংখ্যা বেশি।

আঁচল ফাউন্ডেশনের তথ্যানুসারে, ২০২৪ সালে দেশে আত্মহত্যা করেছেন ৩১০ জন শিক্ষার্থী। আত্মহত্যাকারী শিক্ষার্থীদের মধ্যে ১৭.৭৪ শতাংশই বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষার্থী। এর মধ্যে নারী শিক্ষার্থীর হার ৬৫.৪৬ শতাংশ, পুরুষ শিক্ষার্থীদের ৩৪.৫৪ শতাংশ। পরিসংখ্যান থেকে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে পর্যায়ে ছাত্রীদের আত্মহত্যার হার বেশি।

শনিবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় আঁচল ফাউন্ডেশন আয়োজিত ‘২০২৪ সালে শিক্ষার্থীদের আত্মহত্যা: সম্মিলিত উদ্যোগ জরুরি’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আঁচল ফাউন্ডেশনের এক্সিকিউটিভ মেম্বার ফারজানা আক্তার লাবনী। 

আরও পড়ুন: ২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা, ৪৬ শতাংশই মাধ্যমিকের

আঁচল ফাউন্ডেশনের গবেষণায় দেখা গেছে, উচ্চশিক্ষার পর্যায়ে মানসিক চাপ, একাকিত্ব, অ্যাকাডেমিক চাপ, এবং সামাজিক প্রত্যাশার বোঝা অনেক শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্যের ওপর গভীর প্রভাব ফেলছে। বিশেষত, নারী শিক্ষার্থীরা এই চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হতে গিয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে ধারণা করা যায়। এর পেছনের কারণগুলো বিশ্লেষণ করা এবং শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সময়ের দাবিতে পরিণত হয়েছে।

ভার্চুয়াল আয়োজনে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিশেষজ্ঞ সায়্যেদুল ইসলাম সায়েদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষক ড. মো. জামাল উদ্দীন, আইনজীবী ও লেখক ব্যারিস্টার নওফল জামির, আঁচল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি তানসেন রোজ প্রমুখ।

এ সময় জানানো হয়, ২০২৪ সালের আত্মহত্যার তথ্য পূর্বের বছরগুলোর সাথে তুলনা করেছেন। ২০২২ সালে দেশে আত্মহত্যাকারী স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা ৫৩২ জন এবং ২০২৩ সালে ৫১৩ জন। ২০২৪ সালে আত্মহত্যাকারী মোট শিক্ষার্থীর সংখ্যা ৩১০ জন। এদের মাঝে স্কুল, কলেজ , মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও রয়েছেন। রাজনৈতিক অস্থিরতার কারণে আত্মহত্যা সম্পর্কিত রিপোর্ট মিডিয়াতে কম এসেছে বলেই তারা মনে করছেন। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence