ডিবেট ফর ডেমোক্রেসি’র বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা কলেজ

ঢাকা কলেজের বিতর্ক দল
ঢাকা কলেজের বিতর্ক দল  © টিডিসি ফটো

এটিএন বাংলা ও ডিবেট ফর ডেমোক্রেসি কর্তৃক আয়োজিত ‘ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী সরকারের জঙ্গি প্রচারণা’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় বিজিএমইএ প্রাইম ইউনিভার্সিটি, বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা কলেজ। 

আজ শনিবার (১১ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে অংশগ্রহণ করেন ঢাকা কলেজ এবং বিরোধী দল হিসেবে বিজিএমইএ প্রাইম ইউনিভার্সিটি বাংলাদেশের বিতার্কিক দল অংশগ্রহণ করেন। 

চ্যাম্পিয়ন দল থেকে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি  শাহাদাত হোসেন, জাহিদ হাসান হৃদয় ও আবদুল্লাহ ফয়সাল। প্রধান অতিথি বিজয়ী দলের সদস্যের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।

বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেন, আমাদের জাতীয় সংসদে সক্রিয় কোন বিরোধী দল না রেখে সংসদ কে নিষ্ক্রিয় করে ফেলা হয়েছিল। আমি চাই আজকের ছায়া সংসদের মতো আমাদের জাতীয় সংসদকেও সক্রিয় করে তোলা হোক। যেখানে সরকারি দল, বিরোধী দল পরস্পর আলোচনা- সমালোচনা ভিত্তিতে দেশের ভবিষ্যতের জন্য কাজ কাজ করে যাবেন। 

তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার যখনই দেয়ালে পিঠ ঠেকে গেছে তখনই জঙ্গি তত্ত্ব ব্যবহার করেছে। বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ড. শফিকুর রহমানের নামেও সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ ব্যবহার করে মামলা দায়ের করা হয়েছে এবং তারা কারাবরণ করেছেন। তিনি বিশ্বাস করেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ; এদেশে কোন গোষ্ঠী কূটকৌশল করে কখনো এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারবে না। তিনি তরুণ প্রজন্মকে জাতীয় ঐক্যের জন্য আহ্বান করেন এবং মতানৈক্য থাকলেও জাতীয় স্বার্থে আমরা যেন এক থাকতে পারি এ বিষয়ে গুরুত্বারোপ করেন।

ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি শাহাদাত হোসাইন বলেন, ঢাকা ডিবেটিং সোসাইটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই গৌরবের সাথে বিতর্ক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় আজ রাজধানীর বিএফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় আমরা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করি। এই গৌরব ঢাকা কলেজের সংশ্লিষ্ট সকলের। ঢাকা কলেজ প্রশাসন, সম্মানিত মডারেটরবৃন্দ, ডিসিডিএস এর সাবেক এবং বর্তমান সদস্যবৃন্দ সহ সকলকে এ আনন্দঘন মুহূর্তে অভিনন্দন জানাচ্ছি। একই সাথে আরো একটি কথা যুক্ত করতে চাই সেটি হচ্ছে, ঢাকা কলেজের ঐতিহ্যবাহী আমাদের এই সংগঠনটির কোন অফিস কক্ষ নেই। এ কারণে নিয়মিত কার্যক্রম পরিচালনায় আমরা বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছি। দ্রুততম সময়ের মধ্যে ডিসিডিএস এর জন্য একটি ক্লাব রুম বরাদ্দের ব্যবস্থা করার জন্য কলেজ প্রশাসনের প্রতি আমাদের বিনীত অনুরোধ রইল।


সর্বশেষ সংবাদ