স্বতন্ত্র ভর্তি পরীক্ষার দাবিতে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ

১৭ ডিসেম্বর ২০২৪, ০৬:১২ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৫৯ PM
বিক্ষোভ মিছিলে অংশ নেয়া নেন শিক্ষার্থীরা

বিক্ষোভ মিছিলে অংশ নেয়া নেন শিক্ষার্থীরা © টিডিসি ফটো

গুচ্ছ থেকে বেরিয়ে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা গ্রহণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবন চত্বরে সমবেত হয়ে সংক্ষিপ্ত সমাবেশে রূপ নেয়। 

মিছিলে ‘সবাই যখন বাহিরে, ইবি কেন গুচ্ছে’ ‘গুচ্ছের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’ ‘শিক্ষার নামে বৈষম্য, মানি না মানবো না’ ‘গুচ্ছের ভোগান্তি, আর না আর না’ ‘ইবির স্বকীয়তা, বজায় রাখো রাখতে হবে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।

এ সময় সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, জগন্নাথ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি, খুলনা ও কুমিল্লার মতো বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে আসতে পারলে ইবি কেন পারবে না। স্বাধীনতার পর প্রথম বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য উদ্দেশ্যকে মাটির সাথে ধূলিসাৎ করে দেয়ার জন্য বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট সরকার সর্বোচ্চ শক্তি ব্যবহার করেছিল। এর আরেকটা উদাহরণ হচ্ছে ইবিকে গুচ্ছ পদ্ধতিতে অন্তর্ভুক্ত করা। গুচ্ছের কারণে ভোগান্তি দূর না হয়ে উল্টো শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিশ্ববিদ্যালয় গুলো আসন সংখ্যা খালি রেখেই ভর্তি কার্যক্রম বন্ধ করে দিচ্ছে।

তারা আরও বলেন, আমরা বিভিন্ন গণমাধ্যম সূত্রে জেনেছি, ২০২০-২১ শিক্ষাবর্ষে ইবিতে প্রায় ৯৩টি,  ২০২১-২২ শিক্ষাবর্ষে ৫৩টি, ২০২২-২৩ শিক্ষাবর্ষে শতাধিক এবং সর্বশেষ ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এখন পর্যন্ত ১০৩ আসন ফাঁকা রেখে ভর্তি কার্যক্রম শেষ করা হয়েছে। যেহেতু সরকার ও শিক্ষাপ্রতিষ্ঠানে বৈষম্যের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে, সুতরাং প্রতিবছর এরকম আসন ফাঁকা রাখা কি বৈষম্য নয়? এর থেকে পরিত্রাণ পাওয়া এবং আঞ্চলিকতা থেকে বেরিয়ে আসার জন্য প্রশাসনকে আহবান করছি। অতিদ্রুত গুচ্ছ থেকে বেরিয়ে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা চালু না করলে কঠোর আন্দোলন এবং পরবর্তী শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা নিতে না দেয়ার হুঁশিয়ারি দেয় বক্তারা।

ট্যাগ: ইবি
শহীদ জিয়া: ক্ষণজন্মা মহাপুরুষ, আদর্শের রূপকার
  • ১৯ জানুয়ারি ২০২৬
এগিয়ে আনা হলো বিপিএল ফাইনাল
  • ১৯ জানুয়ারি ২০২৬
রাকসু জিএস আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে মানববন্ধন করবে ছ…
  • ১৯ জানুয়ারি ২০২৬
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন আবারও বন্ধ
  • ১৯ জানুয়ারি ২০২৬
ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা
  • ১৯ জানুয়ারি ২০২৬
কুবিতে ‘পাটাতন’ এর প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9