ক্ষতিগ্রস্ত সোহরাওয়ার্দী কলেজ পরিদর্শনে নটরডেম ও সেন্ট গ্রেগরিজের প্রতিনিধিদল
- সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি
- প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ০৬:১৪ PM , আপডেট: ২৭ নভেম্বর ২০২৪, ০৬:১৭ PM
সম্প্রতি রাজধানীর ৩৫ টি কলেজের সমন্বিত হামলায় ক্ষতিগ্রস্ত সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে পরিদর্শন করছেন নটরডেম ও সেন্ট গ্রেগরিজ হাইস্কুল এন্ড কলেজের প্রতিনিধিদল।
বুধবার (২৭ নভেম্বর) বিকেল ৩ টায় ক্ষতিগ্রস্ত কলেজটি পরিদর্শনে আসে একটি প্রতিনিধিদল। এসময় কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায় ও অফিসার্স কাউন্সিলের সম্পাদক অধ্যাপক মো. মোতালিব হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারা।
পরিদর্শন শেষে সেন্ট গ্রেগরিজ হাইস্কুল এন্ড কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক এ আর এম রুহুল কাইয়ুম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সৌহার্দপূর্ণ পরিবেশে আমরা সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষের সঙ্গে সাক্ষাৎ করেছি। অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছি। প্রাতিষ্ঠানিকভাবে আমরা কি পদক্ষেপ নিচ্ছি তা জানিয়েছি।
‘এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট যদি এমন কাউকে আমরা চিহ্নিত করতে পারি তাহলে প্রাতিষ্ঠানিক শৃঙ্খলাভঙ্গের বিধি অনুযায়ী আইনের আওতায় আনতে চেষ্টা করবো। এখানে যে কলেজগুলো রয়েছে তারা একে অপরের বিরুদ্ধে নয় সবাই একই পরিবারের সদস্য।’
এসময় নটরডেম কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পীষুশ রোজারিও, সিএসই, সেন্ট গ্রেগরিজ হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার প্লাসিড পিটার রেবেইরো, সিএসই ও প্রশান্ত দাশ উপস্থিত ছিলেন।