আকস্মিক পরিদর্শনে একাডেমিক ভবনে ইবি উপাচার্য, শিক্ষকদের সঙ্গে মতবিনিময়

একাডেমিক ভবন পরিদর্শনে উপাচার্য
একাডেমিক ভবন পরিদর্শনে উপাচার্য  © টিডিসি ফটো

আকস্মিক পরিদর্শনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন একাডেমি ভবনে গিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। আজ শনিবার (২৩ নভেম্বর) দুপুরে আকস্মিক পরিদর্শনে সেখানে যান তিনি। 

সেখানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিসে ডিন অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমের উপস্থিতিতে অনুষদের বিভাগসমূহের সভাপতিবৃন্দের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন ইবি উপাচার্য। এসময় সভাপতিবৃন্দ স্ব-স্ব বিভাগের সমস্যাগুলো তুলে ধরেন। উপাচার্য সেসকল সমস্যা সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এসময় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন উপাচার্যকে অনুষদের বিভাগসমূহে প্রতি সপ্তাহে একজন শিক্ষকের কয়টি ক্লাস রয়েছে, তিনি কয়টি ক্লাস নিয়েছেন এবং নেননি, ক্লাস না নেয়ার কারণ এবং না-নেয়া ক্লাসটি পরবর্তীতে তিনি কবে, কখন নিবেন সেটার কনফারমেশন সম্বলিত তথ্যাদি বিভাগের সভাপতিগণ প্রতি মাসে ডিনের কাছে এবং ডিন তা উপাচার্যের কাছে তা জমা দিবেন বলে জানান। পরে ইবি উপাচার্য ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সভাপতির কক্ষে বিভাগের শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।


সর্বশেষ সংবাদ