ক্যাম্পাসে গুন্ডামি চলবে না, ফুটেজ নেওয়া সাংবাদিকদের অধিকার: রাবি ভিসি

রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক বণিক বার্তার রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস প্রতিনিধি আবু ছালেহ শোয়েবের ওপর হামলার প্রতিবাদে ভিসির কাছে লিখিত অভিযোগ দিয়েছে তিন সাংবাদিক সংগঠন। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে এ অভিযোগ দেন ক্যাম্পাসের সাংবাদিকরা। পরে ভিসি হামলাকারীদের সতর্ক করে বলেন, ক্যাম্পাসে গুন্ডামি চলবে না, ফুটেজ নেওয়া সাংবাদিকদের অধিকার।

অভিযোগপত্রে সাংবাদিকদের পক্ষে স্বাক্ষর করেন রাবি প্রেসক্লাবের সভাপতি জুবায়ের জামিল, রিপোর্টার্স ইউনিটির সভাপতি লাবু হক এবং রাবি সাংবাদিক সমিতির সভাপতি মো. ইমতিয়াজ। অভিযোগ পত্রে তাঁরা জানান, ‘১৮ নভেম্বর (সোমবার) বিকেল ৫টার দিকে রাবি প্রেসক্লাব কার্যালয়ের সামনে পেশাগত দায়িত্ব পালনকালে বণিকবার্তা পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধি আবু ছালেহ শোয়েব ভিডিও ধারণ করছিলেন। তখন মার্কেটিং বিভাগের একদল শিক্ষার্থী মিছিল নিয়ে প্রথম বিজ্ঞান ভবন পার হচ্ছিলেন।’

এ সময় মার্কেটিং বিভাগের ৫০-৬০ জন শিক্ষার্থী শোয়েবের দিকে তেড়ে আসে এবং মারধর শুরু করে অভিযোগ করে বলা হয়েছে, তাদের মধ্য থেকে পাঁচ-সাতজন শিক্ষার্থী তার গেঞ্জির কলার চেপে ধরে জোরপূর্বক মোবাইল ফোনে ধারণকৃত ভিডিও মুছে ফেলতে বাধ্য করেন।

এতে আরো বলা হয়েছে, শোয়েব সাংবাদিকতার পরিচয়পত্র দেখালেও শিক্ষার্থীরা সেটা ছিঁড়ে ফেলে এবং অকথ্য ভাষায় গালাগাল করে। এ সময় প্রেসক্লাবের সভাপতিসহ একাধিক সহকর্মী এগিয়ে এলে তাদেরকেও হেনস্তা করা হয়।

আরো পড়ুন: খেলাকে কেন্দ্র করে রাবিতে সংঘর্ষ, শিক্ষক-সাংবাদিকসহ আহত ১০

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, ক্যাম্পাসে গুন্ডামি করবে, আর সাংবাদিকরা ভিডিও ফুটেজ নিতে পারবে না- এমন ফ্যাসিস্ট আচরণ ক্যাম্পাসে চলবে না। একজন সাধারণ শিক্ষার্থীও চাইলে ভিডিও করতে পারে। কিন্তু একজন সাংবাদিক ভিডিও ধারণকালে তার ওপর আক্রমণের অধিকার শিক্ষার্থীরা রাখে না। 

তিনি বলেন, ক্যাম্পাসে কোনো গুন্ডামি চলবে না, ফুটেজ নেওয়া সাংবাদিকদের অধিকার। এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। ভিডিও ফুটেজ দেখে আমি নিজেই এ বিষয়ে তদন্ত করব।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence