দুই দফা অবরোধ শেষে অবশেষে সড়ক ছাড়লেন তিতুমীরের শিক্ষার্থীরা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ১০:৪৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে মহাখালী এলাকায় দিনভর দুই দফা সড়ক ও রেলপথ অবরোধ শেষে রাতে নতুন কর্মসূচি ঘোষণা করে সড়ক ছেড়েছেন শিক্ষার্থীরা। আন্দোলন চালিয়ে যাওয়ার কর্মসূচি ঘোষণা করে তারা সোমবার রাত ৯টার দিকে কলেজের সামনে মহাখালী-গুলশান সংযোগ সড়কের অবরোধ তুলে নেন।
তবে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আগামীকাল মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আবারও সড়ক অবরোধ করে আন্দোলন করবেন।
এর আগে সন্ধ্যা ৬টার দিকে কলেজের সামনে মহাখালী-গুলশান সড়কে অবস্থান নেন তারা। তবে তার আগে দুই ঘণ্টার বিরতি নেন শিক্ষার্থীরা। তার আগে সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সাড়ে ৪ ঘণ্টা সড়ক ও রেলপথ অবরোধ করেন তারা। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ জনগণ।
তিতুমীর কলেজ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিন দফা দাবি জানিয়েছেন। দাবিগুলো হলো — ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে ৭ কলেজ থেকে তিতুমীর কলেজকে পৃথক (আলাদা) করতে হবে; তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে কমিশন গঠন করতে হবে এবং তিতুমীরকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের রূপরেখা প্রণয়ন করতে হবে।