ঢাবি অধিভুক্ত সাত কলেজের ৪ কলেজে ওরিয়েন্টেশন ক্লাস ২০ অক্টোবর
- সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি
- প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৪, ০৪:২৮ PM , আপডেট: ১৮ অক্টোবর ২০২৪, ০৪:২৮ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের চার কলেজের ওরিয়েন্টেশন ক্লাস-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কলেজ চারটি হলো কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ।
কলেজগুলোর বিজ্ঞপ্তি থেকে জানা যায়, এসব কলেজের ওরিয়েন্টেশন ক্লাস আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে।
তবে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও বাঙলা কলেজে কবে ওরিয়েন্টেশন ক্লাস শুরু হবে তা এখনো জানা যায়নি।
এ বছর সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের আসনসংখ্যা ৯ হাজার ৯৮১টি। যেখানে মেধায় ৯ হাজার ১৮৩টি এবং কোটায় ৭৯৮টি। বাণিজ্য ইউনিটের আসনসংখ্যা ৪ হাজার ৮৯২টি। এতে মেধায় ৪ হাজার ৫০২টি এবং কোটায় ৩৯০টি। এছাড়াও বিজ্ঞান ইউনিট মোট আসন সংখ্যা ৬ হাজার ৫৫০টি এবং কোটায় ৫২৪টি।
আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাত কলেজের সাত বছর
উল্লেখ, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ১০ মে, ব্যবসায় শিক্ষা ইউনিটে ১১ মে এবং বিজ্ঞান ইউনিটে ১৭ মে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৩ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ও উপাদানকল্প কলেজগুলোর চূড়ান্ত ভর্তি তালিকা প্রকাশিত হয়।