বেরোবিতে ক্লাস শুরু ২৯ সেপ্টেম্বর
- বেরোবি প্রতিনিধি
- প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৫ PM , আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৫ PM
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়(বেরোবি) আগামী ২৯ সেপ্টেম্বর রবিবার থেকে ক্লাস-পরীক্ষাসহ যাবতীয় একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো আগামী ২৫ সেপ্টেম্বর বুধবার সকাল ১০ টায় খুলে দেওয়া হবে।
আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১০৭তম জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এছাড়া গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের হত্যাকান্ডের ঘটনা তদন্তে একটি কমিটি গঠনের বিষয়ে সভায় সিদ্ধান্ত হয়।
উল্লেখ্য, গত ১৭ জুলাই থেকে অনিবার্য কারণে বিশ্ববিদ্যালয় অনর্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল।