নজরুল বিশ্ববিদ্যালয়ের বাস দুর্ঘটনায় আহত ৪ শিক্ষার্থী
- নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
- প্রকাশ: ৩১ আগস্ট ২০২৪, ০৬:২৯ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৪, ০৬:৩৬ PM
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাসের সঙ্গে লরির ধাক্কায় ৪ জন শিক্ষার্থী আহত হয়েছেন। শনিবার (৩১ আগস্ট) দুপুরে জিরো পয়েন্ট সংলগ্ন এলাকায় শিক্ষার্থীদের বাসটি দুর্ঘটনার শিকার হয়। আহত শিক্ষার্থীরা ত্রিশাল স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে ক্যাম্পাসে ফিরেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের 'নতুন পথিক' বাসটি জিরো পয়েন্টের কাছে পৌঁছালে রাস্তায় গর্ত থাকার কারণে বাস একদিকে হেলে পড়ে। এসময় পাশে থাকা লরির সাথে ধাক্কা লেগে বাসের জানালার কাঁচ ভেঙে শিক্ষার্থীদের ওপর পড়ে। এসময় ঘটনাস্থলে কয়েকজন শিক্ষার্থী আহত হন। একাধিক শিক্ষার্থীর মাথা, কপাল, নাক ও পায়ে ক্ষতের সৃষ্টি হয়েছে।
আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী আমিরুল ইসলাম বাপন বলেন, বিশ্ববিদ্যালয়ের বাস জিরো পয়েন্টের কাছাকাছি এসে পৌঁছালে এক লরির সাথে ধাক্কা লেগে জানালা ভেঙে যায়। জানালার কাঁচ লেগে ৪/৫ জন আহত হন৷ এর মাঝে ৩ জনকে ত্রিশাল স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যান্ডেজ, ড্রেসিং করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ফিরোজ সরকার বলেন, দুপুরে জিরো পয়েন্ট এলাকায় বিশ্ববিদ্যালয়ের বাস গর্তে আটকে যায়, এরপর আবার চলতে শুরু করলে পাশে থাকা একটি লরির সাথে ধাক্কা লেগে ৪ জন শিক্ষার্থী আহত হন। পরে ত্রিশাল স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ক্যাম্পাসে নিয়ে আসা হয়েছে।