বন্যার্তদের পাশে তিতুমীর কলেজ স্টুডেন্টস এসোসিয়েশন অব ফেনী

ত্রাণ সংগ্রহকারী শিক্ষার্থীরা
ত্রাণ সংগ্রহকারী শিক্ষার্থীরা  © টিডিসি ফটো

ভারতের ডম্বুর ও গজলডোবা বাঁধ পূর্বঘোষণা ছাড়াই খুলে দেয়ায় ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা। এসময় বন্যা দুর্গত জনগণের পাশে দাঁড়াতে তাদের জন্য ‘গণত্রাণ’ সংগ্রহ করছেন তিতুমীর কলেজ স্টুডেন্ট'স এসোসিয়েশন অব ফেনীর শিক্ষার্থীরা। 

রাজধানীর মহাখালীসহ বিভিন্ন এলাকায় দুই দিন ধরে গণ ত্রাণ সংগ্রহ করেছে শিক্ষার্থীরা। শুক্রবার (২৩ আগস্ট) রাত পর্যন্ত সর্বশেষ হিসেব মোতাবেক সংগ্রহ হয়েছে নগদ ৭৮ হাজার ৪২ টাকা।

ত্রাণ সংগ্রহকারী শিক্ষার্থী বলেন, মহাখালী ও আশেপাশের বিভিন্ন এলাকায় আমরা ত্রাণ সংগ্রহ করছি। বিভিন্ন বয়সী স্থানীয় জনগণও বন্যাকবলিতদের পাশে দাঁড়াতে তাদের সামর্থ্য মত সহায়তা নিয়ে এগিয়ে এসেছেন। সংগ্রহ শেষে ফেনীস্থ শিক্ষার্থীদের সহায়তায় বন্যাকবলিতদের নিকট ত্রাণ পৌঁছে দিব আমরা। এখন সবাইকে আহ্বান করছি, বন্যায় উদ্বাস্তু ও ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে আসুন।

যোগাযোগ ও অনুদান পাঠানোর ঠিকানা- ০১৬৩২০২৩৮৯২ (বিকাশ), ০১৫২১৩৩৪৬৩২ (নগদ), ০১৬২৬০৬৬৪৭৪৮ (রকেট)। এছাড়াও ০৬৭৯১০১০২৩০৫৭ মো. জাবেদ ইকবাল, পুবালী ব্যাংক পিএলসি, মগবাজার শাখা।


সর্বশেষ সংবাদ