শেখ হাসিনার বিদায়ে তিতুমীর কলেজে আনন্দ মিছিল

শেখ হাসিনার দেশত্যাগে তিতুমীর কলেজে আনন্দ মিছিল
শেখ হাসিনার দেশত্যাগে তিতুমীর কলেজে আনন্দ মিছিল  © টিডিসি ফটো

সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ্যত্যাগে আনন্দ মিছিল করেছে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৬ আগস্ট) তিতুমীর কলেজ ক্যাম্পাসে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষ্যে শিক্ষার্থীরা মিষ্টি বিতরণের মাধ্যমে তাদের উল্লাস প্রকাশ করেন। মিছিলের অংশ হিসেবে শিক্ষার্থীরা নানা ধরনের স্লোগান তুলে এবং পতাকা নিয়ে কলেজের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিষ্টির প্যাকেট হাতে নিয়ে তারা একে অপরকে উৎসাহিত করে এবং এই সাফল্যের উৎসব পালন করে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিতুমীর কলেজ সমন্বয়করা বলেন, আজ আমরা নতুন করে প্রমাণ করলাম যে, আমাদের সংগ্রাম বৃথা যায়নি। অতীতের মতই আজও আমরা বিজয়ী হয়েছি। এটি কেবল আমাদের কলেজের নয়, পুরো দেশের বিজয়।আপনারা জানেন ছাত্রলীগ সভাপতি রিপন মিয়া সাধারণ সম্পাদক জুয়েল মোড়ল সাধারণ শিক্ষার্থীদের কতভাবে নির্যাতন করেছে। ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কের মধ্যে থাকতো সবসময় মহড়া দিতো দল নিয়ে। আমরা চাই দলবল নির্বিশেষে ক্যাম্পাস টা সাধারণ শিক্ষার্থীদের থাকুক।

উল্লেখ্য, শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে গতকাল সোমবার সরকারের পতন ঘটে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে তিনি পদত্যাগ করে দেশ ছাড়েন। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আলোচনা চলছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence